Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, December 11, 2017

পুরনো মোবাইল যেভাবে দ্রুত চার্জ করবেন

সাধারণতঃ নতুন ফোন কেনার পরে চার্জিং নিয়ে সেভাবে সমস্যা হয় না। কিন্তু ফোনএকটু পুরনো হয়ে গেলেই শুরু হয় নানা সমস্যা। ফোনের ব্যাটারি চার্জ হতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়।বিদেশী গণমাধ্যম বলছে, এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলি মানলে ফোন দ্রুতচার্জ করা সম্ভব। যেমন, ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভাল থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।এসবের বাইরেও রয়েছে বেশ কিছু পদ্ধতি। জেনে নিন সেগুলো-ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন।ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে।যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশিসময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।আর সবচে ভালো উপায় হচ্ছে ফোন অফ করে চার্জ দেয়া। ফোন যদি অফ করে চার্জ দেন,তা হলেও সেটি দ্রুত চার্জ হবে।

Post Top Ad

Your Ad Spot

Pages