Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 30, 2017

ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে হলে কিভাবে করতে হবে নিয়ম দেখে নিন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ওজুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষাসমাপনী পরীক্ষার ফল আজ প্রকাশিতহয়েছে।এবছর প্রাথমিক সমাপনীতেপাসের হার ৯৫.১৮ শতাংশ। জেএসসিতেপাসের হার ৮৩.৬৫ শতাংশ।শনিবার প্রকাশিত ফলে যারা অসন্তুষ্টতাদের ফল পুনঃনিরীক্ষার সুযোগ রয়েছে।৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারির মধ্যেখাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করাযাবে।যেভাবে আবেদন করতে হবে: শুধু টেলিটকপ্রি-পেইড মোবাইল ফোন থেকে এ আবেদনকরা যাবে। মোবাইলের মেসেজ অপশনেগিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডেরপ্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোলনম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন : ঢাকাবোর্ডের জন্য- RSC Dha ১২৩৪৫৬ ১০১ (এখানে১২৩৪৫৬ রোল নম্বর ও ১০১ বিষয় কোড) লিখে১৬২২২ নম্বরে পাঠাতে হবে।ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকাকেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিননম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত হলেআবারও মেসেজ অপশনে গিয়ে RSC লিখেস্পেস Yes লিখে স্পেস দিয়ে পিন নম্বরদিয়ে স্পেস দিয়ে যোগাযোগের নম্বর(যেকোনো অপারেটর) লিখে আবার ১৬২২২তে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য ১২৫টাকা চার্জ ধরা হয়েছে।একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়েআবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয়কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে।যেমন : RSC স্পেস দিয়ে Dha স্পেস Rollস্পেস ১০১, ১০২ লিখতে হবে। তবে যেসববিষয়ের দুটি পত্র (বাংলা ও ইংরেজি)রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোড-বাংলার জন্য (১০১) ও ইংরেজির জন্য (১০৭)এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদনহিসেবে গণ্য হবে এবং আবেদন ফি হবে২৫০ টাকা।

Post Top Ad

Your Ad Spot

Pages