Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 9, 2017

ম্যাচের পর ম্যাচ রান না পাওয়া ম্যাককালামকে নিয়ে যাবললেন মাশরাফি

তিনি যে দু'জনার দিকেতাকিয়ে ছিলেন, তাদেরএকজন-মানেগেইল ঠিক রানকরে ফেলেছেন। বাকি থাকলেন ব্রেন্ডনম্যাককালাম। টি-টোয়েন্টি ফরম্যাটেযিনি টপ স্কোরার, বিশ্বের সব নামী-দামি ও প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা রানতোলায় যার পিছনে, সেই ব্রেন্ডনম্যাককালাম এবার প্রথম বিপিএলখেলতে এসে কিছুই করতে পারেননি।আজ খুলনা টাইটান্সের বিপক্ষেএলিমিনেটর ম্যাচের আগেম্যাককালামের অবস্থা গেইলের চেয়েআরও খারাপ ছিল। এ নিউজিল্যান্ডসুপারস্টার আগের ৯ ম্যাচে সাকুল্যেকরেছিলেন ১৫২ রান। গড় (১৬.৮৮) আরস্ট্রাইকরেট (৯৮.৭০)- দুই'ই তার মানেরতুলনায় নেহায়েত বাজে।আজ গেইলের দিনেও ফ্লপ ম্যাককালাম।গেইলের ব্যাট থেকে যেখানে বেড়িয়েএসেছে হার না মানা ১২৬ রানের উত্তালএক ইনিংস, সেখানে ম্যাককালাম ফিরেগেছেন শূন্য রানে; অর্চারের বলেসামনের পায়ে কভারের ওপর দিয়ে তুলেমারতে গিয়ে ডিপ কভারে আরিফুলেরহাতে ক্যাচ দিয়ে।তবে ম্যাককালামের পারফরমেন্সেমোটেই হতাশ নন রংপুর রাইডার্সঅধিনায়ক মাশরাফি। আগামী খেলায়তার কাছ থেকে বড় ইনিংসের আশায়মাশরাফি। শুক্রবার সন্ধ্যায় খেলাশেষে সংবাদ সম্মেলনে এসেমাশরাফির বললেন, 'অবশ্যইম্যাককালামের কাছ থেকে আমরা বড়রান চাই। এ ব্ল্যাক ক্যাপ্স খুব গুরুত্বপূর্ণজায়গায় ব্যাটিং করছে। সত্যি বলতে কী,ভালো করার প্রচন্ড ইচ্ছে আছে তারমধ্যে। সে চেষ্টা করছে।'ম্যাককালাম রানে ফিরবেন, এমন আশামাশরাফির, 'আমাদের অনুশীলন দেখেথাকলে দেখবেন একমাত্র ও-ই সব সময়চেষ্টা করছে। সে জানে এই উইকেট তারজন্য কঠিন। আজকের উইকেটটা ভালোছিল। কিন্তু টি-টোয়েন্টিতে তো উইকেটগিয়ে সময় নেওয়ার সুযোগ নেই। আপনারফর্ম ভালো যাচ্ছে না, যে আপনি উইকেটগিয়ে থিতু হবেন। ও এভাবে খেলে যদিরান করে, ওর জন্য ভালো হবে আমাদেরজন্যও ভালো হবে। আমি এখনওআশাবাদী ম্যাকাকালামও এগিয়েআসবে।’অধিনায়ক মাশরাফির একটি আশা পূরণহয়েছে। আরেকটি বাকি আছে। এখনম্যাককালাম সামনের খেলায় আর একটিঝড়ো ও ম্যাচ জেতানো ইনিংস খেললেইফাইনালে চলে যাবে মাশরাফির রংপুর।

Post Top Ad

Your Ad Spot

Pages