Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, December 25, 2017

কীভাবে জন্মনিবন্ধন করাবেন?

শিশুর জন্মের পর সরকারি খাতায় তার নামলেখানো হলো জন্মনিবন্ধন। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করারপ্রথম ধাপ এই জন্মনিবন্ধন। আইন অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন বাধ্যতামূলক।জন্মনিবন্ধন কী কাজে লাগে২০০৯ সাল থেকে ১৬টি মৌলিক সেবা পেতে জন্মসনদ প্রয়োজন হয়। বয়স প্রমাণের জন্য জন্মনিবন্ধনের সনদ বা এর সত্যায়িত ফটোকপি ব্যবহার করতে হয়। পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সরকারি ও বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগদান, গাড়ি চালানোর লাইসেন্স, ভোটার তালিকা প্রণয়নসহ বিভিন্ন সরকারি কাজে জন্মনিবন্ধন প্রয়োজন। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব খোলা, সংযোগ (গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ), ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরসহ (টিআইএন) বিভিন্ন কাজে সরকারি অনুমোদন পেতে অবশ্যই নিবন্ধন লাগবে।জন্মনিবন্ধন কোথায় করবেন?স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা, সিটি করপোরেশন এবং সিটি করপোরেশনের আওতাধীন ওয়ার্ড কমিশনারের কার্যালয় থেকে জন্মনিবন্ধন করা যায়।কীভাবে জন্মনিবন্ধন করতে হয়জন্ম নিবন্ধনের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। এ ছাড়া br.lgd.gov.bd ওয়েবসাইট থেকেও অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করা যায়। অনলাইনের আবেদন ফরমটি প্রিন্ট করে ওই কার্যালয়ে জমা দিতে হয়।পাঁচ বছরের মধ্যে জন্মনিবন্ধন করতে তথ্য সংগ্রহকারীর প্রত্যয়ন অথবা শিশুকে টিকা দেওয়ার সময় দেওয়া ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি অথবা সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা ওই প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্মসংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি প্রয়োজন।এ ছাড়া পাঁচ বছর পরে নিবন্ধন করতে হলে বয়স প্রমাণ, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা, দলিল লাগবে। বয়স ও জন্মস্থান প্রমাণের জন্য ইপিআই কার্ড (টিকাদান কার্ড) বা পাসপোর্ট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা কোন চিকিৎসা প্রতিষ্ঠানের জন্মসংক্রান্ত ছাড়পত্র বা ওই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্মসংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি লাগবে।জন্মনিবন্ধন ফিজন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করতে কোনো ফি দিতে হবে না। তবে ৪৫ দিন পর থেকে পাঁচ বছরের মধ্যে নিবন্ধন করতে ২৫ টাকা লাগবে। এছাড়া পাঁচ বছর পর নিবন্ধন করতে ফি দিতে হবে ৫০ টাকা। সেই সঙ্গে যদি কেউ নিবন্ধনে জন্মতারিখ সংশোধন করতে চায়, সে ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা। তবে জন্মতারিখ ছাড়া নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা সংশোধন করতে ফি ৫০ টাকা।এ ছাড়া বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি পেতে কোনো টাকা লাগবে না। তবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ পেতে লাগবে ৫০ টাকা।প্রবাসীরা দূতাবাসে এই জন্মনিবন্ধন করতে পারবেন। এ ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে কোনো ফি লাগবে না। ৪৫ দিনের পর থেকে যেকোনো সময় এক মার্কিন ডলার দিতেহবে। সেই সঙ্গে যদি কেউ নিবন্ধনে জন্মতারিখ সংশোধন করতে চায় সে ক্ষেত্রে আবেদন ফি দুই ডলার। তবে জন্মতারিখ ছাড়া নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা সংশোধন করতে ফি এক ডলার। বাংলাও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি পেতে কোনো টাকালাগবে না। তবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ পেতে লাগবে একডলার।এসব কাজের নির্ধারিত ফি আদায় করে রসিদপ্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Post Top Ad

Your Ad Spot

Pages