Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 23, 2017

চোখে চোখ রেখে কথা বলার ৫টি জাদুকরী দিক

চোখে চোখ রাখার ব্যাপারটি কি কেবলপ্রেমিক-প্রেমিকাদের জন্যই? এরবাইরে কি আর কোন ভূমিকাই নেই এটার?অবশ্যই আছে! চোখ হচ্ছে আমাদের মনেরআয়না। আমরা চাই বা না চাই, চোখসর্বদা অন্তরের ভাবনা প্রকাশ করেই দেয়।মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনোইমিথ্যাচার করে না। আপনি যখন চোখকারো চোখে চোখ রেখে কথা বলবেন,ঘটবে কিছু অদ্ভুত ঘটনা। চটকরে জেনে যাবেন এমন কিছু কথাও,যা সামনের মানুষটি মুখে বলছেন না। চলুন ,জেনে নিই চোখে চোখ রাখার৫টি জাদুকরী ক্ষমতা।১) যে কারো মনযোগের কেন্দ্রবিন্দুহয়ে উঠবেন আপনিযার চোখেই চোখ রেখে কথা বলুন না কেন,কিছুক্ষণের জন্য তার সমস্ত মনযোগেরকেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি। তিনি চানকিংবা না চান, আপনার কথা তাঁকে শুনতেইহবে গুরুত্ব সহকারে।২) চোখই আপনাকে বলে দেবে হাসিটা সত্যনা মিথ্যামুখে তো সকলেই হাসেন, কিন্তু সেই আন্তরিককিনা কীভাবে বুঝবেন? আন্তরিকহাসিতে ঝলমল করে ওঠে মানুষের চোখ,যা কৃত্রিম হাসিতে হয় না। একটু লক্ষ্য করুন,নিজেই বুঝতে পারবেন।৩) চোখের মনি জানিয়ে দেয়মানুষটি আগ্রহী কিনাঅনেক কথা বলছেন আপনি, কিন্তু সামনেরমানুষটি আগ্রহনিয়ে শুনছে কিনা কীভাবে বুঝবেন? আগ্রহনিয়ে কিছু শুনলে বা দেখলে মানুষের চোখেরমনি স্বাভাবিকের চাইতে বড় দেখায়।এটাওএকটু লক্ষ্য করলেই জানা যায়।৪) চোখে চোখে কথা বলা ভালোবাসারলক্ষণপরস্পরের চোখের ভাষা বুঝতে পারা, চোখেরইঙ্গিত ধরে নেয়ারক্ষমতাটি আসলে ভালোবাসার লক্ষণ।দুটি মানুষ যখনপরস্পরকে গভীরভাবে ভালোবাসেন, তখনতাঁরা সেটা পারেন।৫) চোখ জানিয়ে দেয় প্রতারণার কথাবেশিরভাগ মানুষই মনে করেনযে মিথ্যুকেরা চোখে চোখরেখে কথা বলে না। কিন্তু এই ধারণা কিন্তুঅনেকটাই ভুল। মারাত্মক ধরণেরমিথ্যুকেরা চোখে চোখ রেখেই কথা বলে,শান্ত ও স্থির দৃষ্টিতে।বরং মিথ্যুকেরা প্রয়োজনেরচাইতে বেশি চোখাচোখি করে। কাউকে খুববেশি চোখাচোখি করে কথা বলতে দেখলে নথাকুন যে আপনার কাছে সে মিথ্যাকে সত্যপ্রমাণ করতে চাইছে।

Post Top Ad

Your Ad Spot

Pages