Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, December 31, 2017

৩০-এর পরও অবিবাহিত থাকলে মারাত্মক বিপদ অপেক্ষা করছেআপনার জন্য!

আপনার বয়স কি ৩০ এর ওপরে? এখনও কি সিঙ্গেলই আছেন? তাহলে মারাত্মক বিপদ অপেক্ষা করছে আপনার জন্য!কারণ সম্প্রতি একদল বিজ্ঞানী বলছে, বেশি দিন সিঙ্গেল থাকলে নাকি স্মৃতিলোপ পাওয়ার আশঙ্কা থাকে। শুধু তাই নয়, ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও নাকি কয়েক গুণ বেড়ে যায়।কিন্তু সিঙ্গেল থাকার সঙ্গে স্মৃতি লোপের যোগাযোগটা কোথায়?একদল গবেষক সারা বিশ্বের প্রায় ৮ লাখ মানুষের উপর দীর্ঘদিন ধরে পরীক্ষা চালিয়েছেন। এক্ষেত্রে তারা দেখেছেন যে ভালবাসার মানুষটিরসঙ্গে থাকলে শরীর এবং মন ভালোথাকে। কোনও রোগই তখন কাছে ঘেঁষতে পারে না।কিন্তু সমস্যা শুরু হয় যখন কেউদীর্ঘদিন একা থাকে। এমনটা হলে ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পায়।অতএব স্মৃতির ভান্ডারকে সুরক্ষিত দ্রুত বিয়ে করাটাই জরুরী বলে মনে করেন গবেষকরা।

Post Top Ad

Your Ad Spot

Pages