Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 23, 2017

ফর্সা, মসৃণ ও দ্যুতিময় ত্বকের জন্যে ১০টি উপায়

একঃবেসন, লেবুর রস ওকাঠবাদাম একসাথে পেস্ট করে ১০ মিনিটমুখে লাগিয়ে রাখুন। তারপরঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কারকরে ফেলুন। বেসন ও লেবুর রস মুখের মৃতকোষ, কালোদাগ দুর করতে সহায়তা করে।কাজু বাদাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে।দুইঃকলা ও দুধ একত্রে পেস্ট করে মুখে ওঘাড়ে ১৫ মিনিট রেখেদিন।তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়েমুখধুয়ে ফেলুন। ত্বক মসৃন করতে কলার কোনজুড়ি নেই।তিনঃমধুর ঔষধি গুনের কথা কে না জানে। ত্বকউজ্জ্বল ও মসৃন করতেও মধু খুব কার্যকর। দই,মধু ও লেবুর রস একসাথে মিশিয়ে ২০মিনিট ধরে মুখে লাগিয়ে রাখুন। এতকিছুহাতের কাছে না থাকলে শুধু মধুই ২০ মিনিটমুখে লাগিয়ে পরিষ্কারপানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিতকরলে কিছুদিন পরেই দেখতে পাবেনআপনার ত্বক আগের থেকে অনেকবেশী উজ্জ্বল হয়ে গেছে।চারঃআলু বা টমেটো শুধু ভাল সবজীই নয়বরং এক একটা রং ফসর্াকারী এজেন্ট।আলু এবং টমেটো পেস্ট প্রতিদিন ব্যবহারকরলে আপনি পাবেন দ্যুতিময় ত্বক।পাঁচঃমসুরের ডাল, দুধ লেবুর রস এবং চালেরগুড়া একসাথে পেস্ট করলেইহয়ে যাবে সুন্দর ও কার্যকরী স্ক্রাব।সপ্তাহে তিন দিন ব্যাবহার করুন। আপনারত্বক হবে আরো পরিষ্কার।ছয়ঃডিমের সাদা অংশ ও মধুএকসাথে মিশিয়ে ২০ মিনিটমুখে মেখে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন।ত্বক উজ্জ্বল ও টান টান ভাবআনতে সাহায্য করবে এই ফরমুলা।সাতঃএক চামচ চিনির সাথে দুই চামচ লেবুর রসমিশিয়ে আলতো ভাবে মুখে ডলতে থাকুনযতক্ষন পর্যন্তচিনি পুরোপুরি গলে না যায়।এমনকি পুরো শরীরেও লাগাতে পারেন।আটঃশিশুদের মত কোমল ও মসৃন ত্বক পেতে দুইচামচ চিনির মধ্যে তিন চামচ বেবী ওয়েলদিয়ে পেস্ট বানিয়ে মুখে নিয়মিত ব্যবহারকরুন।নয়ঃমুখে ব্রনের দাগ থাকলে কর্ণফ্লাওয়ারএবং শসার মিশ্রন তৈরী করে প্রতিদিনমাখতে থাকুন। দ্রুত ভাল ফল পাবেন।দশঃপানি, সবুজ সবজী, ফলের রস, মাছ, ডিমরক্ত পরিষ্কার করে থাকে তাইএইগুলো পর্যাপ্ত পরিমানে খেতে হবে।গুরুত্বপুর্ণ তথ্যঃ দিনের বেলায়বাইরে যাবার আগে সানস্ক্রীন (SPF-30)না লাগালে উপরে বর্নিত সবগুলো উপায়ইব্যর্থ হতে পারে। এমনকি বাসায় ওসানস্ক্রীন (SPF-15) ব্যবহারকরতে হবে বিশেষকরে যারা রান্নবান্না করে থাকেন।

Post Top Ad

Your Ad Spot

Pages