Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 28, 2017

ফেসবুক সম্পর্কে ওজানা কিছুজরুরী টিপস দেখেনিন।

১) ফেসবুকে আপনি সর্বোচ্চ ৬০০০ গ্রুপেরমেম্বার হতে পারবেন। ( ভয়ংকের ব্যাপার).২) ফেসবুকে আপনি সর্বোচ্চ ৫০০০ ফ্রেন্ড এডকরতে পারবেন।( তারপর যারা থাকবেতারা সব ফ্লোয়ার ).৩) ফেসবুকে আপনি সর্বোচ্চ ৫০০০ পেইজ Likeকরতে পারবেন। ( সো আমার পেজে একটালাইক দেননারে ভাই ).৪) ফেসবুকে আপনি সর্বোচ্চ ১৫০ জনকেনিয়ে Chat গ্রুপ তৈরি করতে পারবেন। ( কিদরকার এতো জন নিয়া চ্যাট গ্রুপ করার).৫) কখনও পেজের প্রোফাইল ফটোকে Boostদিতে পারবেন না । ( এ কেমন বিচার?).৬) একটি ছবিতে ৫০ জনের বেশি ব্যক্তি বাপেজকে Tag করতে পারবেন না । ( ৫ জনহইলে ভালো হইতো).৭) Like দেওয়ার ক্ষেত্রে কোন নির্দিষ্টসীমা নেই। তবে প্রতি ৭ মিনিট পরপরএকবারে ৪০ টি করে Like দিলে Block হবেননা । এভাবে সারাদিন ধরে করা যাবে।( সো চালাইয়া যান).৮) ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোননির্দিষ্ট সীমা নেই । এটা নির্ভর করেAccept করার (%) পারসেন্টেজের ওপর। মনেকরেন আপনি ৫০০ রিকোয়েস্ট পাঠালেনসেই ৫০০ রিকোয়েস্টই Accept হলো তাহলেকোন সমস্যা হবেনা। আবার ৫০ জনকেরিকোয়েস্ট পাঠালেন ৫০ জনই Reject করলোতখন আপনি Block হবেন। ( বুইঝা দিয়েন,এখন পাব্লিক ফ্রেন্ড কম ফ্লোয়ার বেশীবানায়).৯) আপনি কোন কিছুতে Block হলে যেমন :লাইক, কমেন্টস, ম্যাসেজ, রিকোয়েস্টপাঠানো, গ্রুপে ফ্রেন্ড এড ইত্যাদিক্ষেত্রে। সেই Block এর মেয়াদ কতদিনবাকী আছে তা জানতে Setting এ গিয়েবামে নিচে Support inbox এ ক্লিক করুন।( প্রথম জেনে থাকলে ধন্যবাদ দেন ).১০) কখনও জুকার মামুকে Block দিতেপারবেন না।( এইডা কিছু হইলো? উনিবানাইছে বইলা এই অবিচার).উপরের নিয়মগুলো ছাড়াও আরো কিছু নিয়মআছে যেগুলো আপনি মেনে চললে কখনোBlock হবেন না।( আর ঐ গুলান যে কি আমি নিজেও জানিনা, জানলে কি না বইলা থাকতাম?!).বাই দ্যা সড়ক- নিয়ম মাইননা ফেবু চালান,অযথা পিক ট্যাগ দিয়েন না! গ্রুপে এডদিয়েননা! নিজে ভালো থাকেন অন্যরেভালো রাখেন!কিপ স্মাইলিং, হাসলে আপনারে আসলেইদারুন লাগে! হিহিহি

Post Top Ad

Your Ad Spot

Pages