Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 20, 2017

যৌন মিলনে নারীর কিছু কষ্টদায়কসমস্যা

মেয়েরা স্বাভাবিক ভাবেই অনেকলাজুক। তাদের ছোট ছোট সমস্যাইশেয়ার করতে পারে না আর যৌনসমস্যা হলে তো কথাই নেই।মেয়েদের এমন কিছু কষ্টেরকথা নিয়েই সাজিয়েছি আজকের ছোট প্রবন্ধ। বিবাহিত মহিলা ও যারা বিয়েরপায়তারা করছেন তাদের জন্যএটি বিশেষ উপকারী হবে বলেইমনে করছি। কিছু গুরুত্বপূর্ণ সমস্যারব্যাপারে আলোকপাত করা হয়েছে,সমস্যা গুলোকে হালকা দৃষ্টিতে না দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়াই সমীচীন হবে।০১. যৌন চাহিদা হওয়ার পরেওলুব্রিকেশনের অভাবঃকারণঃঅনেকেরই যৌনচাহিদা হওয়া সত্ত্বেও যৌন স্থানভিজে না। পানিশূন্যতা, বিভিন্নধরনের ওষুধ ( কাউন্টারএন্টিহিস্টামিন), নার্সিং,মেনোপজের সময় হরমোন লেভেল পরিবর্তন এর উল্লেখযোগ্য কারণ।চিকিৎসাঃপিচ্ছিল কারক পদার্থ ব্যবহারকরতে হবে, পানি জাতীয় ব্যবহারকরলে ভালো, কারণ কনডম এরজন্যে নিরাপদ। কিন্তু কেউযদি তৈলাক্ত পিচ্ছিল কারকব্যবহার করে তখন এটি কনডমের স্থিতিস্থাপকতা নষ্টকরে দিতে পারে। রঙ দেয়া, সেন্টদেয়া ও ফ্লেভার জাতীয় লুব্রিকেন্টব্যবহার করা যাবে না। কারণতা ইস্ট ইনফেকশন করে শুকনা ভাবআরও বাড়িয়ে দিতে পারে। অনেকের প্রশ্ন হতে পারে, ইস্ট ইনফেকশনকি তার পুরুষ সঙ্গীর শরীরেওইনফেকশন করতে পারে? উত্তরহবে হ্যাঁ । এটি অনেক কমই হয়, কিন্তুহয়। একই রকম লক্ষণ যেমন- লালহয়ে যাওয়া, চুলকানি, যৌনমিলনের পর অস্বাভাবিক নিঃসরণ হতে পারে।কোন পুরুষের যদি ডায়াবেটিস থাকে,এন্টিবায়োটিকনিতে থাকে অথবা সে তার যদি রোগপ্রতিরোধ ক্ষমতা কোনকারণে কমে যায় তখন তার আক্রান্ত হওয়ার ঝুকি বেড়ে যায়।খৎনা করা না থাকলেও এরঝুকি বেড়ে যায়। কারণ এর উপরেরচামড়া ভেজা ভেজা অবস্থারসৃষ্টি করে যা ইস্ট বেড়ে ওঠায়সাহায্য করে।০২. মিশনারি (পুরুষ উপরে থাকা )পজিশনে যৌন মিলনে সমস্যা হওয়াঃ শতকরা ২০ ভাগ মহিলার জরায়ুনরমালেরউল্টো দিকে থাকতে পারে অর্থাৎপেটের দিকে না থকে শিরদাঁড়ারদিকে থাকেতে পারে। এক্ষেত্রে টেম্পুন বা ডায়াফ্রাম ব্যবহার করা কষ্টকর হয় কারণতা জরায়ুর ভেতর পর্যন্তচলে যেতে পারে। তাইনারী উপরে থেকে মিলনে কষ্ট লাঘবহবে। আর মা হতে চাইলে যৌনমিলনের পর পেটের উপর অর্থাৎ উপুড় হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে তা স্পার্মকে সাঁতরে জরায়ুমুখে যেতে সাহায্যকরবে। ০৩. যৌন চাহিদা কমে যাওয়াঃ মেনোপজের কাছাকাছি বয়সেরমহিলাদের এটি একটি উল্লেখযোগ্যসমস্যা। মেনোপজের আগে ইস্ট্রোজেনহরমোন লেভেল কমে যায়।লুব্রিকেশনের অভাবে ব্যথা ওব্যথা থেকে আগ্রহ কমে যাওয়া এর প্রধান কারণ। চিকিৎসাঃ হরমোন রিপ্লেসমেন্টথেরাপি , ইস্ট্রোজেন ক্রিম ওসাপোজিটরি আর লুব্রিকেন্ট(পিচ্ছিল কারক ) কাজ দিতে পারে। ০৪. যৌন মিলনের পরপ্রস্রাবে জ্বালাপোড়াঃ কারণঃ চাপে ঘষা লেগে মূত্রনালিতে ইরিটেশনহলে জ্বালাপোড়া হতে পারে।দীর্ঘক্ষণ মিলন আর যৌন স্থানেরশুষ্ক ভাবও এর গুরুত্বপূর্ণ কারণ।প্রস্রাব নালীতে ইনফেকশন হলেওএই সমস্যা হতে পারে। যদি প্রস্রাব যৌন স্থানে লাগার পরজ্বালাপোড়া হয় তবে ইনফেকশনহওয়ার সম্ভাবনা বেশি।মুত্রথলি খালি হওয়ারসাথে সাথে ব্যথা বাড়তে থাকলে মুত্রথলি ইনফেকশনেরব্যাপারেই সন্দেহ বেড়ে যায়। চিকিৎসাঃ যৌন মিলনের পর বাথ টাব ভর্তি কুসুমগরমপানিতে বসে থাকলে ব্যথা কমতে পারে।তাছাড়া পিচ্ছিল কারক ব্যবহারেওমাঝে মাঝে উপকারপাওয়া যেতে পারে। যদি এসব কিছুতেই লাভ না হয় তবে ডাক্তারদেখাতে হবে কারণ তখনকারণটা ইনফেকশনের দিকেইবেশি ইঙ্গিত করে। পানি বেশি পানকরলে পিচ্ছিলতা ও ইনফেকশনথেকে মুক্তি দুইটা জিনিসেই উপকার পাওয়া যায়। ০৫. যৌনমিলনের পর তীব্র দুর্গন্ধ ওচুলকানিঃ কারণঃ ব্যাকটেরিয়ার সংক্রমণে এমনহতে পারে। নতুন বা একাধিক মিলনসঙ্গীর কারণে এমন হতে পারে। যৌনস্থানের ভেতরে কিছুদেয়া থাকলে ( যেমন চিকিৎসারজন্যে বা রোগ নির্ণয়ে কোন কিছু ব্যবহার করা হলে ) তা থেকেওহতে পারে। এরপাশাপাশি ইনফেকশনের আরও কিছুলক্ষণ থাকতে পারে যেমনঅস্বাভাবিক নিঃসরণ, জ্বালাপোড়া।চিকিৎসা না করা হলে ডেট এর আগেই ডেলিভারি হওয়া, স্বল্প ওজনেরবাচ্চা জন্ম নিতে পারে। চিকিৎসাঃ এন্টিবায়োটিক, যেমন-মেট্রোনিডাজল বা ক্লিন্ডামাইসিনব্যবহারে লাভ হতে পারে। যাদেরবাচ্চার জন্মকালীন ওজন কমবা যাদের ডেট এর পূর্বেই সন্তানজন্ম নিয়েছে তাদের স্ক্রিনিং করাতে হবে। শেষ করার আগে একটা ছোট্টটিপসদিতে চাই। অনেকেই মনে করেন পিলখেলে মোটা হওয়ার ঝুকি বেড়ে যায়।দীর্ঘ দিন ব্যবহারের জন্যে পিলেরউপরে কিছু নেই। আর নতুনবাজারে আসা পিল গুলোর সাইড ইফেক্ট-ওকম। কনডমছিড়ে গিয়ে লিক করতে পারে। সেইফপিরিয়ড মেনে যৌন মিলন শুধুরেগুলার পিরিয়ড হওয়া মেয়েদেরজন্যেই কার্যকরী। তাও সেইফথেকে ঠিক আনসেইফ পিরিয়ড হওয়ার সময়-ও ভুলবশত গর্ভধারণহয়ে যেতে পারে কারণ এতটা হিসেবমেনে সেইফ আনসেইফ বের করা সম্ভবহয় না আর জরায়ুরভেতরে জন্মনিয়ন্ত্রক ডিভাইসরেখে দিলে তার সাইড ইফেক্ট এর তো শেষ নেই। তাই সিদ্ধান্তআপনার। নিরাপদ থাকুন।

Post Top Ad

Your Ad Spot

Pages