Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 23, 2017

আপনার নিজের যে ৭টি গুণ ভালোবাসাকে করবে দীর্ঘস্থায়ী ওমধুর

মূলত কেউই চান না তার মিষ্টি ভালোবাসারসম্পর্কটিতে টানাপোড়ন আসুক। ভেঙে যাকতিল তিল করে গড়ে নেয়া একেকটি স্বপ্ন।কিন্তু নিজেদেরই কিছু ভুলে সঙ্গী আমাদেরকাছ থেকে দূরে সরে যান যা আমরা বুঝতেওপারি না। অথবা নিজেদের কিছু ভুলেইসম্পর্কে চলে আসে তিক্ততা যা দূরকরতে অনেকেই মনে করেন সম্পর্কভেঙে ফেলাই উত্তম। কিন্তু সম্পর্কচ্ছেদইসমস্যার সমাধান নয়। বরং আমাদেরমধ্যে কিছুটা পরিবর্তন এবং আমাদের নিজেদেরকিছু গুণই ফিরিয়ে দিতে পারে সম্পর্কেরমধুরতা এবং সেইসাথে সম্পর্ককে করতে পারে দীর্ঘস্থায়ী।১) সঙ্গীর ছোটোখাটো বিষয় নজর করাএকটি স্বাভাবিক ভালোবাসারসম্পর্কে নারী ও পুরুষ কেউই অনেক বেশি কিছুচান না। দুজনেরই কাম্য থাকে সঙ্গী তারছোটোখাটো ব্যাপারগুলোর দিকে নজর দিনএবং সে হিসেবে ছোট্ট কিছুর চাহিদাই পূরণকরুন। তাই সঙ্গীর এইছোটোখাটো ব্যাপারগুলো নজর করারগুনটি সম্পর্কের জন্য বেশ সুখকর।২) সঙ্গীকে বুঝতে পারার চেষ্টাসঙ্গীর অপরের ব্যবহার নয় সঙ্গীর ভেতরেরসত্যিকারের অবস্থা বুঝতে পারারক্ষমতা সত্যিকার অর্থেই একটি সম্পর্ককে মধুরকরে তোলে। সঙ্গী হয়তো রাগ দেখাচ্ছেনআপনার সাথে কিন্তু আপনি যদি তার রাগেরপেছনের অভিমান বুঝতে পারার ক্ষমতা রাখেনতাহলে আপনি সঙ্গীকে অনেকখুশি রাখতে পারবেনসেইসাথে ধরে রাখতে পারবেন সম্পর্ককেও।৩) কিছুটা কম্প্রোমাইজ করার মনোভাবভালোবাসার সম্পর্ক স্বাভাবিকহলে এতে স্বার্থপরতা থাকে না। তাই সবসময়নিজের চিন্তা না করে সঙ্গীর জন্যকিছুটা কম্প্রোমাইজ করার মনোভাবসম্পর্কে আনে মধুরতা। সেইসাথে সম্পর্ককে করে তোলে গভীর ওদীর্ঘস্থায়ী।৪) সঙ্গীর পাশে সবসময় থাকার চেষ্টাসঙ্গীর সুখে দুঃখে এবং তারবিপদে আপদে সবসময় পাশে থাকারবিষয়টি আপনার সঙ্গীর মনে প্রভাবফেলবে অনেক। আপনার এই সাপোর্টটুকুইতাকে বিপদ থেকে উদ্ধারের আস্থা যোগাবে।এতে করে সম্পর্কে থাকবে মধুরতা ও সম্পর্কহবে দীর্ঘস্থায়ী।৫) নিজেকে সবসময় সঙ্গীর কাছে স্বচ্ছ রাখাসন্দেহ একটি সুস্থ সুন্দর সম্পর্ককে মুহূর্তেরমধ্যে নষ্ট করে দিতে পারে। তাই নিজেকে সবসময় সঙ্গীর কাছে স্বচ্ছ রাখারগুনটি সম্পর্কে কোনো প্রকার সন্দেহেরসৃষ্টি করতে পারে না।৬) ইগোটাকে দূরে রেখে সম্পর্ক নিয়েভাবাঝগড়া হতেই পারে। কিন্তু তার ধরে রেখে নিজেরইগোটাকে প্রাধান্য দিলে সম্পর্কে শুধুমাত্রতিক্ততাই চলে আসবে। তাই ইগো নিজে নয়সম্পর্কের জন্য যিনি ভাবতে পারেন তিনিইসম্পর্ককে মধুর করে তুলতে পারেন।৭) সঙ্গীকে প্রাপ্য গুরুত্ব দেয়ার মনোভাবসঙ্গীকে কখনো নিজেরথেকে কোনো অংশে ছোটো ভাববেন না।যদি সঙ্গীকে প্রাপ্য গুরুত্ব ও সম্মানদিতে না পারেনতাহলে সেটি কোনো সম্পর্কের মধ্যেইপড়বে না। যদি সঙ্গীকে তার প্রাপ্য সম্মান ওগুরুত্ব দেয়ার মনোভাব আপনারমধ্যে থাকে তবেই সম্প্রকে আসবে সুখএবং সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী।

Post Top Ad

Your Ad Spot

Pages