Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 28, 2017

পুরুষেরা যে ৫টি কথা কখনই বলতে চায় না

মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করলেও অনেক সময় কিছু কথা বলার জন্য শব্দ কম হয়ে যায়। অনেক সময় অনেক কিছু বলার থাকলেও তা বলা হয় না। তেমনি মেয়েরা অনেক কিছু ছেলেদের সামনে প্রকাশ করে না, আবার ছেলেরাও তাদের বিষয়ে অনেক কিছু গোপন রাখতে পছন্দ করেন। এখানে ছেলেদের বিষয়ে সে তথ্যগুলো দেয়া হল। তাকে ভালোভাবে বোঝার পর আপনাদের সম্পর্ক আরও ভাল ও উন্নত হয়ে উঠতে পারে। সেই গোপন কথাগুলো হল-১. তাদের বন্ধুদের পছন্দ করুন, কিন্তু ভালবাসবেন নাbr /> একজন ছেলেসবসময় চায় যে তার সঙ্গী তার বন্ধুদের পছন্দ করুক। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুক। কিন্তু, তাদের বন্ধুদের সাথে আপনি ঘোরাঘুরিকরবেন, তারা এ বিষয় মোটেও পছন্দ করেননা। তার সামনে কখনোই তার বন্ধুদের প্রশংসা করবেন না। এতে সে ঈর্ষান্বিত হয়। সে এ বিষয়ে আপনাকে সরাসরি কিছু না বললেও, সে মনঃকষ্টে থাকেন। তাই, এ ব্যাপারে সচেতন থাকুন।২. কোন সেলেব্রেটিকে নিয়ে অতি উৎসাহী হওয়াbr /> আপনার যদি কোন সেলিব্রেটির প্রতি দুর্বলতা থাকে, তা তার সামনে ব্যক্ত করার কোন প্রয়োজন নেই। কারন, এতে তারা বিরক্ত হয়। তারা আপনার সামনে কোন অভিনেত্রীর প্রশংসা করলে আপনার যেমন অনুভূতি হয়, তাদেরও সেই রকমই লাগে। কিন্তু, কখনও তারা তা প্রকাশ করেন না। তবে মাঝে মাঝে মজা নেয়ার জন্য বলে লক্ষ্য করুন, তারা ঈর্ষান্বিত হয়ে ওঠে।৩. আপনি আরও ভাল কাউকে পাবেন বলে চিন্তায় থাকেbr /> শুধু নারীরাই নয়, পুরুষেরাও এই সমস্যায় ভোগে। তাদের মাঝে সবসময় চিন্তা থাকে ভালবাসার মানুষটি সারাজীবন পাশে থাকবে তো? তারাও নিরাপত্তাহীনতার যন্ত্রণায় ভোগে। কিন্তু, তারা সবসময় এ বিষয়টি লুকিয়ে রাখে। কখনও প্রকাশ করে না।৪. তারা হাত ধরে হাঁটতে পছন্দ করেbr /> ছোট ছোট অনুভূতি শুধু মেয়েরাই নয়,ছেলেরাও পছন্দ করে। তারাও হাত ধরে হাঁটতে পছন্দ করেন। ভালবাসার ছোট ছোট অনুভূতি পছন্দ করেন। কিন্তু, তারা কখনও এ বিষয় শিকার করবেন না।৫. বন্ধুদের সাথে তাদের আলাপচারিতা ব্যক্ত করতে পছন্দ করেন নাbr /> ছেলেরা বন্ধুদের সাথে কখন কি করছে, কি নিয়ে গল্প করছে তা নিয়ে কথা বলতে পছন্দ করেন না। তাই, বারবার এসব বিষয়ে তাকে প্রশ্ন না করাই ভাল।এই পাঁচটি বিষয়ে সতর্ক থাকুন। এসব বিষয়ে প্রশ্ন করলে যদি তারা পছন্দ না করে তাহলে এড়িয়ে চলুন। এতে আপনাদের সম্পর্কের উন্নতি হবে।–সূত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া

Post Top Ad

Your Ad Spot

Pages