Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 17, 2017

হঠাৎ করে নাক দিয়ে রক্ত পরা ডাক্তারি ভাষায় বলে Epistasix

নাক দিয়ে রক্ত বের হলে সবাই ভয় পেয়ে যান। একে ডাক্তারি ভাষায় বলে Epistasix. ভয় লাগা স্বাভাবিক। অনেকে অবশ্য রক্ত দেখেই ভয় পান। নাক দিয়ে রক্ত পড়া কোন রোগ নয়। এটি প্রকৃতপক্ষে বিভিন্ন রোগের উপসর্গ মাত্র। খুব জটিল কোন কারণে যেমন নাক দিয়ে রক্ত পড়তে পারে আবার সামান্য কিছু কারনেও নাক দিয়ে রক্ত পড়ে। তাই এ বিষয়ে সবার জানা প্রয়োজন।হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া – কারন কী?১. নাকে আঘাত২. রাইনাইটিস৩. সাইনাসে প্রদাহ৪. নাকে কোন বস্তু ঢুকে যাওয়া৫. ন্যাসোফ্যারিনজিয়াল কার্সিনোমো৬. দীর্ঘদিন নাকে স্টেরয়েড স্প্রে ব্যবহার৭. নাকের ভেতরে সংক্রমণ৮. বাতাসে আর্দ্রতা কমে যাওয়া৯. উচ্চ রক্তচাপ১০. রক্তের কোন রোগ থাকা১১. বিভিন্ন ওষুধ (এসপিরিন, কোকেন) ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া১২. এলকোহল১৩. সাপের কামড়ের পরে১৪. ক্রনিক লিভার ডিজিজ১৫. ভিভটামিন সি এবং ভিটামিন কে এর অভাবে১৬. ওসলার-ওয়েবার-রেনডু সিনড্রোম ইত্যাদি।এ বিষয়ে আরও জানতে মেয়েদের ভায়াগ্রা বাজারে আসছেনাক দিয়ে রক্ত বের হলেই উত্তেজিত হওয়া ঠিক নয়। তবে অবশ্যই দ্রুত কোন চিকিত্সকের কাছে নিয়ে যেতে হবে। হাত দিয়ে নাক চেপে রাখলে দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এ সময় মুখ দিয়ে শ্বাস নিতে হবে। নাকের গোড়াতে বরফদিলে দ্রুত নাক দিয়ে রক্তপড়া বন্ধ হয়। এরপরও রক্ত পড়া বন্ধ না হলে চিকিত্সক ন্যাসাল প্যাক দেন। রক্ত পড়া বন্ধ হয়ে যাওয়ার পর প্রকৃত কারণখুঁজে বের করা উচিত। সেই কারণ দূর করলে ভবিষ্যতে নাক দিয়ে রক্ত পড়া প্রতিরোধ করাযাবে।নাক দিয়ে রক্ত পড়া খুব সাধারণ ঘটনা। এরকম হলে চিকিত্সককে অবশ্যই দেখাতে হবে। অবহেলা করাঠিক নয়। নাহলে ভোগান্তি হতে পারে।

Post Top Ad

Your Ad Spot

Pages