Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 24, 2017

Download করে নিন Assassins Creed Brotherhood -PC

আসসালামুয়ালাইকুম , বন্ধুরা কেমন আছেন ???আমি কিন্তু বেশ ভালো ।এই গেমটিAssassin’s Creedসিরিজের তৃতীয় গেম এবংEzio Trilogyএর দ্বিতীয় অধ্যায়। প্রাচীন রোম শহরের কাহিনী নিয়ে নির্মিত এই গেমটিকেAssassin’s Creed IIএরDirect Sequalহিসেবে অ্যাখ্যায়িত করা হয়। গেমটি আসলে একটিAction-Adventure Open World Stealth Video Gameহিসেবে রিলিজ করা হয়েছে। গেমটির ডেভেলপমেন্ট হয়েছেUbisoft Montreal Studioতে। এই গেমটির ডিজাইনার হলেনPatrick Plourde(Game Director), Stephane Baudet(Multi-Player Director), Patrice Desilets(Creative Director-Uncredited).গেমটির কাহিনী ওScreenplayযারা লিখেছেন তারা হলেনCorey May(Story) ও Jeffrey Yohalem(Head writter and Story)এবং সম্পাদনা করেছেনJesper Kyd.এক নজরে Assassin’s Creed: Brotherhood এর Technical Review:1. Game Engine :Anvil Havok2. Version :1.02 (PC)3. Genre :Action-Adventure, Open world, Stealth4. Mode:Single-Player, Multi-Player5. Rating(S) :A) ACB:MA15+B) BBFC:15C) ESRB:MD) PEGI:18+E) USK:166) Platforms:A)Playstation 3B)Xbox 360C)Microsoft WindowsD)Mac OSE)Cloud (onLive)7) Realise Date:A) For Microsoft Windows:i) North America :March 22, 2011ii) Australia :March 17, 2011iii) Europe :March 18, 2011iv) Japan :June 3, 2011B) For Playstation 3 & Xbox 360:i) North America :November 16, 2010ii) Australia :November 18, 2010iii) Europe :November 19, 2010iv) Japan :December 9, 2010আগেই বলেছিAssassin’s Creed: BrothehoodগেমটিAssassin’s Creed IIএরDirect Sequalহিসেবে রিলিজ করা হয়েছে। এই গেমেEzioAuditore da FirenzeএবংDesmond Milesপুনরায় প্রধান চরিত্র হিসেবে ফিরিয়ে আনা হয়েছে এবং পূর্বের সিক্যুয়ালের উপসংহার অংশ থেকেই এই গেমের কাহিনী শুরু করা হয়েছে।Assassin’s Creedসিরিজের মাল্টিপ্লেয়ার মোডের গেম হিসেবে এই গেমটিকেই প্রথম রিলিজ করা হয়েছে।Assassin’s Creedসিরিজের এই গেমটিতেGameplayএবং অন্যান্য অপশনে বেশ কিছু বৈচিত্র্য আনা হয়েছে। এই গেমটিতে গেমার শহরের যেকোন ১২টি “Borgia Tower” ধ্বংস করে নতুন টিম মেম্বার সংযুক্ত করতে পারবেন। তারপর শহরের যেখানে “Papal Troops” এরআস্তানা রয়েছে সেগুলো নিস্ক্রিয় করতে হবে। গেমার যেসব নতুন মেম্বার সংযুক্ত করবেন যদি তারা অন্য কাজে নিয়োজিত না থাকে তাহলে তিনি ইচ্ছে করলে তাদেরকে সমগ্র ইউরোপে বিভিন্ন মিশনে পাঠাতে পারবেন অথবা তার নিজস্ব লড়াইয়ে সাহায্যের জন্য ডাকতে পারবেন। প্রতিটি সফল মিশন গেমারের অভিজ্ঞতা বৃদ্ধি করতে সাহায্য করবে। প্রতিটি মিশন শেষ হওয়ার সাথে সাথে গেমারের লাইফলাইন, রণকৌশল, অস্ত্র সাহায্য বৃদ্ধি পাবে।এই গেমটিতে নতুন কিছুGadgetসংযুক্তকরা হয়েছে । যেমনলিওনার্দো দ্য ভিঞ্চি এর প্যারাশ্যুটইত্যাদি। গেমটির মূল কাহিনী প্রাচীন রোমকে ঘিরে আবর্তিত করা হলেও গেমার ইচ্ছা করলে পাশের অন্যান্য শহর ঘুরে আসতে পারেন। এতে বাহন হিসেবে গেমার একটি ঘোড়া ও আত্মরক্ষার জন্য সবসময় একটি তলোয়ার সাথে পাবেন।গেমারের সুবিধার জন্যই এই গেমটিCombat Systemএ কিছু পরিবর্তন আনা হয়েছে। আক্রমণাত্মক রণকৌশল এতে সংযুক্ত করা হয়েছে। তার পাশাপাশি গ্রাফিক্স, ভিডিও সেন্সরেও কিছু উন্নতি ঘটানো হয়েছে।এবার চলুন গেমটির কিছু স্ক্রীণশট দেখে নেয়া যাক:

Post Top Ad

Your Ad Spot

Pages