Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 24, 2017

২০ বছর বয়স কমাবে ‘মিরাকল’ ড্রাগ!

বাঁচতে কে না চায়! বাহ্যিকবার্ধক্য আটকানোর তো বাজারচলতি হাজারও উপায় রয়েছে।কিন্তু কোনও মিরাকল ছাড়াআদপে বার্ধক্য কি আটকানোসম্ভব! আমেরিকার ফুড এবং ড্রাগঅ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সবুজসঙ্কেত দিয়েছে।তা-ও এমন একটা ওষুধের উপর যাডায়াবেটিস রোধ করে।মেটফরমিন। এই ওষুধটিই চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তনআনতে চলেছে। আমেরিকারএফডিএ-র বিজ্ঞানীরা জানান,ডায়াবেটিস রোগীদের জন্যইওষুধটি তৈরি করা হয়। পরে দেখাযায় রোগীদের উপর আশ্চর্য কাজকরছে। ডায়াবেটিস তো সারিয়েতুলছেই। ম্যাজিকের মতোবার্ধক্যকের গতিও ২০ বছর পিছিয়েদিচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন এই ওষুধখেয়ে ৭০ বছরের এক রোগী ৫০বছরের এক ব্যক্তির মতো ঝরঝরেস্বাস্থ্য ফিরে পাবেন। এমনকী এইমিরাকল ওষুধ অ্যালজাইমার্সরোগও সারিয়ে তুলতে সমানপারদর্শী।বছর খানেক ধরেই এই ওষুধ নিয়েগবেষণা করে চলেছেনবিজ্ঞানীরা। প্রাণীর উপরপ্রয়োগ করাও হয়েছে। তাতেইওষুধটির এই ‘ক্ষমতা’-র প্রমাণপেয়েছেন বিজ্ঞানীরা।

Post Top Ad

Your Ad Spot

Pages