Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 27, 2017

দাম্পত্যের কিছু টিপস

এক সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেয়ার জন্যই তো এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত। কিন্তু সমস্যা হয় তখনই যখন একে অপরের বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। আবার তুচ্ছ ঘটনা থেকেও তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি।তাই দেখে নিন কী করে অশান্তি এড়িয়ে দু’‌জনে এক সঙ্গে পথ হাঁটতে পারেন:-# আপনি পুরুষ হন বা স্ত্রী, ঘনঘন দামি উপহার দেবেন না। অনেক সময়ে স্বামী এবংস্ত্রীর রোজগার সমান হয় না। আপনি সঙ্গী বা সঙ্গিনীকে বারবার দামি উপহার দিলে তিনিও যে সমমূল্যের দামী উপহার দিতে পারবেন, তার কোনও মানে নেই।এক্ষেত্রে অনেক সময়েই ভুল বোঝাবুঝি তৈরি হয়।# কোনো সমস্যায় পড়লে আপনিই যে তার একমাত্র অবলম্বন সেটা বোঝানো বন্ধ করুন। তাহলে তার স্বাবলম্বী মনোভাব নষ্ট হতে পারে।# এক সঙ্গে কোথাও যাওয়া হলে, বারবার দেরি করার অভ্যাস ছাড়ুন। এতে তিক্ততা তৈরি হয়।# নিতান্ত প্রয়োজন না হলে আপনার সঙ্গীবা সঙ্গিনীর জন্য নিজের পেশা-জীবনের কোনো ক্ষতি করবেন না। এতে আপনার আত্মমর্যাদা ক্ষুণ্ন হতে পারে।# স্বভাব হোক বা সাজগোজ, জোর করে কিছু পাল্টে ফেলার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আরোপিত কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়।

Post Top Ad

Your Ad Spot

Pages