Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, November 18, 2017

মোবাইলে পানি ঢুকলে যা যা করবেন আর যা যা করবেন না সব গুলা টিপ্স দেখেননি।

সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের মাঝে এমন একটা বিষয় শেয়ার করবো তা হয়তে অনেকেই জানেন, আবার আনেকেই জানেন না। এই টিউনটি তাদের জন্য যারা জানেন না।আমাদের সাধের ফোনটি পানিরোধি যদি না হয়, তাহলে পানিতে ডুবে গেলে,বৃষ্টিতে ভিজে গেলে, মোবাইল ফোনসহ মনের ভুলে গোসল করতে গেলে, এমনি কি চা-কফিও ভূলে মোবাইলে পড়ে যার ফলে ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে আমাদের অনেক যামেলা পোহাতে হয়। শুধু যামেলাই নয় বেশির ভাগ সময় ফোনটি ৮০% ডামেজ হয়ে যায়।তাই ভয় পাওয়ার কিছু নাই। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে ফোনটি চালু করলেই আবার ফিতে পেতে পারেন আপনার সাধের ফোনটি।

Post Top Ad

Your Ad Spot

Pages