Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 24, 2017

আপনার মাথায় নতুন চুল গজানোর দারুন এক সহজ উপায়! জেনে নিন

মাথায় নতুন চুল গজানোর দারুন একসহজ উপায়চুল পড়া সমস্যায় ছেলে মেয়েউভয়ই ভুক্তভোগী। নতুন চুলগজানোর জন্য কত রকমের হেয়ারপ্যাক, কত প্রোডাক্ট ব্যবহার করেথাকি আমরা।এইসব রাসায়নিকপণ্য ব্যবহারে নতুন চুল গজানোরচাইতে চুলের ক্ষতি করে থাকেবেশি। অথচ আমাদের হাতেরকাছে থাকা প্রাকৃতিক উপাদানদিয়েই নতুন চুল গজানো সম্ভব।বাজারের ক্রেমিক্যালযুক্ত পণ্যব্যবহার না করে ঘরে থাকাউপাদান ব্যবহার করে…নতুন চুল গজিয়ে ফেলুন। এর জন্যপ্রয়োজন হবে শুধু মাত্র দুটিউপাদানের!যা যা লাগবে: নারকেলতেল, লেবুর রস,যেভাবে ব্যবহার করবেন:১। ৫-৬ টেবিল চামচ নারকেল তেল।২। ২-৩ ফোঁটা লেবুর রস।৩। নারকেল তেল এবং লেবুর রস খুবভাল করে মিশিয়ে নিন।৪। আঙুল দিয়ে মাথার তালুতেআস্তে আস্তে ম্যাসাজ করুন।৫। এভাবে ১০ থেকে ২০ মিনিটম্যাসাজ করুন।৬। এটি চুলে ২ ঘন্টা রাখুন, তারপরশ্যাম্পু করে ফেলুন।৭। এটি সবসময় শ্যাম্পু করার আগেব্যবহার করুন। সর্বোচ্চ ২ ঘন্টা এটিমাথায় রাখবেন এর বেশি নয়।যেভাবে কাজ করে:নারকেল তেল মাথারতালুতে পুষ্টি যুগিয়েহাইড্রেডেট করেথাকে। নিয়মিতব্যবহারে যা নতুন চুলগজাতে সাহায্য করেথাকে। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবংঅ্যান্টিব্যাকটেরিয়ালউপাদান চুল এবংমাথার তালুর জন্যঅনেক উপকারী।লেবু সাইট্রাস জাতীয় ফল। এতেভিটামিন সি আছে যা চুল থেকেখুশকি, অতিরিক্ত তেল দূর করেনতুন চুল গজাতে সাহায্য করে।অন্যভাবে ব্যবহার:১। নারকেল তেল এবং বাদাম তেলমিশিয়ে হালকা গরম করে ১০-১৫মিনিট মাথার তালুতে ম্যাসাজকরুন। ১ ঘন্টার পর শ্যাম্পু করেফেলুন।২। ১ টেবিল চামচ শুকনো আমলকিরগুঁড়ো এবং ২ টেবিল চামচ নারকেলতেল চুলায় জ্বাল দিয়ে নিন।ঠান্ডা হয়ে গেলে মাথায়ম্যাসাজ করুন। সারা রাত এভাবেরাখুন। সকালে শ্যাম্পু করে ফেলুন।ভাল ফল পেতে সপ্তাহে ২ বারব্যবহার করুন। এটিও নতুন চুল গজাতেসাহায্য করবে।৩। লেবুর রস এবং টক দই মিশিয়েচুলে ব্যবহার করতে পারেন। এটিচুলের খুশকি দূর করে মাথার তালুপরিষ্কার করে থাকে। যা নতুন চুলগজাতে সাহায্য করে থাকে।

Post Top Ad

Your Ad Spot

Pages