Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 22, 2017

আসছে ইয়ামাহা ওয়াইজেডএফ-আর১৫এর নতুন ভার্সন

ইয়ামাহার স্পোর্টস ঘরানার বাইক ওয়াইজেডএফ-আর১৫এর ভার্সন থ্রি আসছে। নতুন এই ভার্সনেথাকছে বেশ কিছু পরিবর্তন। বাইকটি আরও আকর্ষণীয় হবে। আর১৫ এর ভার্সন থ্রিতে থাকছে টুইন হেডল্যাম্প। এর আসনেও পরিবর্তন আসছে।এতে স্লিট সিট ব্যবহার করা হবে।এছাড়াও বাইকটির ফুয়েল ট্যাংকেও অভিনবত্ব থাকবে।নতুন আর১৫ এ থাকছে এলসিডি ডিজিটাল ডিসপ্লে সম্বলিত স্পিডোমিটার। থাকছে গিয়ার পজিশন ও ইন্ডিকেটর। এছাড়াও স্পিডোমিটারে স্পিড রেকর্ডার এবং শিফট লাইট প্রদর্শিত হবে।আর১৫ এর ভার্সন টুর মতই ভার্সন থ্রিতেটেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন থাকছে। বাইকটিতে ১৫৫ সিসির ইঞ্জিন সংযোজন করা হবে। এতে থাকছে সিক্স স্পিড গিয়ারবক্স।নতুন ভার্সনের ইঞ্জিন হবে ২ হর্স পাওয়ার বেশি ক্ষমতার। বাইকটি আগামী বছরের শুরুতে বাজারে আসার কথা রয়েছে।

Post Top Ad

Your Ad Spot

Pages