Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 24, 2017

লোকেশন সেবা বন্ধ করে রাখলেও অ্যান্ড্রয়েড ফোন গ্রাহকের লোকেশন ট্র্যাক করে

অনেক স্মার্টফোন ব্যবহারকারীই হয়ত লোকেশন সার্ভিস বন্ধ করে রেখে নিশ্চিন্তে থাকেন। কিন্তু সম্প্রতি জানা গেছে, বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর লোকেশন ডাটা সংগ্রহ করে তা গুগলকে পাঠায়। এমনকি ব্যবহারকারী তার ফোনের লোকেশন বন্ধ করে রাখলেও।সংবাদমাধ্যম কোয়ার্টজ এর প্রতিবেদনেবলা হয়, নিকটস্থ মোবাইল টাওয়ার থেকে অ্যান্ড্রয়েড ফোনগুলো তথ্য জোগাড় করে থাকে এবং সেগুলো গুগলের কাছে পাঠানো হয় বলেও প্রতিবেদনে জানানো হয়।এমন তথ্য সংগ্রহ করার অর্থ হলো ব্যবহারকারীর সাথে প্রতারণা করা। গুগল এ বিষয়ে কোয়ার্টজকে জানায়, এধরনের তথ্য কখনোই সংরক্ষণ করা হয় না।এবং অ্যান্ড্রয়েডের এধরনের ট্র্যাকিং বন্ধ করা উচিত। কোয়ার্টজ এর প্রতিবেদনে আরও বলা হয়, লোকেশন সেবা বন্ধ থাকার পাশাপাশি এতে সিম কার্ড না থাকলেও লোকেশন ট্র্যাক করতে পারে ফোনগুলো। অর্থাৎ কোনো অবস্থাতেই এই লোকেশন সুইচ বন্ধ করার কোনো ব্যবস্থা নেই।তবে গুগল বলছে, মেসেজ ডেলিভারি দ্রুত ও উন্নত করতে ১১ মাস ধরে তারা ফোনের টাওয়ারের অ্যাড্রেস সংগ্রহ করছে।collected

Post Top Ad

Your Ad Spot

Pages