Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 29, 2017

💥ইমাম আবু হানীফা (রহঃ)-এর নিষেধাজ্ঞা গুলো জেনে নিন ।

♥ইমাম আবু হানীফা (রহঃ)-এর নিষেধাজ্ঞা♥.““““““““““““““““““““““““““““..ইমাম আবু হানীফা (রহঃ)-এর নিষেধাজ্ঞা গুলো নিচে তুলে ধরা হলো ।(ক) ‘যখন ছহীহ হাদীছ পাবে, জেনো সেটাই আমার মাযহাব’।(হাশিয়াহ ইবনে আবেদীন১/৬৩।)(খ) ‘আমরা কোথা থেকে গ্রহণ করেছি, তা না জেনে আমাদের কথা গ্রহণ করা কারো জন্য বৈধ নয়’।(ঐ ৬/২৯৩।)(গ) ‘যে ব্যক্তি আমার দলীল জানে না, আমার কথা দ্বারা ফৎওয়া প্রদান করা তার জন্য হারাম’।(ড. অছিউল্লাহ বিন মুহাম্মাদ আব্বাস, আত-তাক্বলীদ ওয়াহুকমুহু ফী যুইল কিতাব ওয়াস-সুন্নাহ, পৃঃ ২০।)(ঘ) ‘নিশ্চয়ই আমরা মানুষ। আমরা আজকে যা বলি, আগামীকাল তা থেকে ফিরে আসি’।(ঐ।)(ঙ) ‘তোমার জন্য আফসোস হে ইয়াকুব (আবু ইউসুফ)! তুমি আমার থেকে যা শোন তাই লিখে নিও না। কারণ আমি আজ যে মত প্রদান করি, কাল তা প্রত্যাখ্যান করিএবং কাল যে মত প্রদান করি, পরশু তা প্রত্যাখ্যান করি’।(ঐ।)(চ) ‘আমি যদি আল্লাহর কিতাব (কুরআন) ও রাসূলুললাহ (ছাঃ)-এর কথার (হাদীছ) বিরোধী কোন কথা বলে থাকি, তাহ’লে আমারকথাকে ছুঁড়ে ফেলে দিও’।(ছালেহ ফুল্লানী, ইক্বাযু হিমাম, পৃঃ ৫০).আসুন আমরা বিষয়টি সম্পর্কে নিজে জানি আর শেয়ার করার মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিই ।আজ এখানেই শেষ করলামশেষ কথাঃ

Post Top Ad

Your Ad Spot

Pages