Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 22, 2017

গায়ের রঙ ফর্সা করার সবচাইতে সহজ ও কার্যকরী ৩টি উপায়

গায়ের রঙ ফর্সা করতে কে না চায়? যাদের সুন্দর গায়ের রঙটা ক্রমশ কালচে হয়ে পড়েছে, তাঁদের যেন আফসোসের শেষ নেই। কিন্তু বিউটি পার্লারে রঙ ফর্সা করার ট্রিটমেনটে যে অনেক খরচ! চিন্তা করবেন না, আপনার জন্য বিউটি পার্লার আজ আমরা নিয়ে এলাম ঘরেই! বলতে গেলে প্রায় বিনা খরচেই নিজের গায়ের রঙ ফর্সা করে ফেলতে পারবেন, তাও একেবারে প্রাকৃতিকভাবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই!

আলু একটি অসাধারণ উপাদান গায়ের রঙ ফর্সা করার ক্ষেত্রে। আর খুব সস্তা এই উপাদানটি সকলের ঘরেই সর্বদা থাকে।

– আলু গ্রেট করে নিন। এই গ্রেট করা আলু চিপে রস বের করে নিন।
– এই রস মুখে মাখুন।
– শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন।
– রোজ মাখতে পারেন মুখে আলুর রস।

রঙ ফর্সা হয় কাঁচা পেঁপে দিয়েইঃ

হ্যাঁ, কাঁচা পেঁপের মত খুব সস্তা ও সহজলভ্য উপাদানটি আপনার রঙ ফর্সা করতে অত্যন্ত কার্যকর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি!

– কাঁচা পেঁপে বেঁটে রস করে নিন।
– এই রস মুখে লাগিয়ে নিন তুলোর বল দিয়ে।
– ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
– এটাও রোজ করতে পারেন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় ছাড়াই!

লেবুর রসেই সমাধানঃ

ভাতের পাতে লেবু ছাড়া চলেই না? এবার একে ব্যবহার করুন রূপচর্চাতেও!

– তাজা লেবু নিংড়ে রস বেড় করে নিন।
– এই লেবুর রস মুখে ও হাতে পায়ে মাখুন।
– ১০/১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
– এটা অবশ্যই রাতের বেলায় করুন। কেননা লেবু হচ্ছে প্রাকৃতিক ব্লিচ। তাই লেবু ব্যবহারের পর ৭/৮ ঘণ্টা রোদে না যাওয়াই ভালো।

Post Top Ad

Your Ad Spot

Pages