Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 24, 2017

এখনি দেখেনিন চুলের যত্নে ৪ রকম ঘরোয়া কন্ডিশনার।

চুল রুক্ষ হয়ে গেছে? রুক্ষ চুল সুন্দরকরতে ব্যবহার করুন কন্ডিশনার।কিন্তু বাজারে যে সব কন্ডিশনারপাওয়া যায় সেগুলোতো বেশদামী। তাছাড়া ক্ষতিকররাসায়নিক উপাদান দিয়ে তৈরীএসব কন্ডিশনার কি চুলের জন্যভালো? এতো সব ঝামেলায় নাগিয়ে ঘরেই বানিয়ে ফেলুনকন্ডিনশনার।চুল যখন রুক্ষ হয়ে যায় এবংউজ্জ্বলতা হারায় তখন তাফিরিয়ে আনার এক মাত্র উপায়হলো কন্ডিশনার ব্যবহার করা। আরবাজারে যেসব কন্ডিশনার পাওয়াযায় সেগুলোর চাইতে ঘরে তৈরীকন্ডিশনার বেশি কার্যকর ও চুলেরজন্য ভালো। তাই সহজেই বাসায়বানিয়ে ফেলা যায় এমন কিছুকন্ডিশনার সম্পর্কে জেনে নেয়াযাক।ভিনেগারসব ধরণের চুলের জন্য ভিনেগারএকটি ভালো কন্ডিশনার। চুলশ্যাম্পু করার পরে ভিনেগারমিশ্রিত পানি দিয়ে চুল ধুয়েফেললে চুল বেশ নরম ও উজ্জ্বল হয়।এক টেবিল চামচ ভিনেগার এককাপ পানিতে মিশিয়ে নিন।এরপর শ্যাম্পু করার পর এই পানিদিয়ে চুল ধুয়ে নিন। ভিনেগারপানি দেয়ার পর চুল আবার পানিদিয়ে না ধুলেও চলে। এই পদ্ধতিতেমাত্র একবার ব্যবহার করলেইতফাৎটা বুঝে যাবেন।মধু ও তেলমধু ও তেল ব্যবহার করার পদ্ধতিটিহলো চুলের জন্য সবচেয়ে ভালো ওউপকারী কন্ডিশনার। ২ টেবিলচামচ অলিভ ওয়েল ও ২ টেবিলচামচ মধুর সাথে ১ চা চামচ লেবুররস মিশিয়ে নিন। এবার মিশ্রণটিপুরো মাথায় ভালো করে ম্যাসাজকরে লাগিয়ে নিন। ২০ মিনিটরেখে এর পর চুল ধুয়ে ফেলুন ভালোকোনো শ্যাম্পু দিয়ে। নিয়মিতব্যবহারে চুল হয়ে উঠবে ঝরঝরে ওউজ্জ্বল।কলা ও মধুযারা সহজে নিজের চুল সামলাতেপারেন না কিংবা কোনো স্টাইলকরতে পারেন না তাদের জন্য এইকন্ডিশনারটি অত্যন্ত উপকারী।কলা ও মধুর কন্ডিশনার ব্যবহার চুলসামলানো খুব সহজ হয়ে যায় এবংযেভাবে চুল স্টাইল করা হয়সেভাবেই চুল থাকে। একটা বেশিপাকা বড় কলার সাথে ২ টেবিলচামচ মধু, ৪ টেবিল চামচ অলিভওয়েল ও এক টেবিল চামচভেজিটেবল গ্লিসারিন মিশিয়েপুরো মাথায় লাগিয়ে নিন।মাথায় একটি শাওয়ার ক্যাপ পড়ে৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুলশ্যাম্পু করে নিন। ব্যস, আপনার চুলযে কোনো চুলের স্টাইলের জন্যপ্রস্তুত হয়ে গেলো।মেয়োনেজফাস্টফুডে খেতে গেলে যেজিনিসটি ছাড়া আমাদের চলেইনা তা হলো মেয়োনেজ।মেয়োনেজ স্বাস্থ্যের জন্যক্ষতিকর হলেও চুলের জন্য খুবইউপকারী। মেয়োনেজ চুলকে কোমলও উজ্জ্বল করে। এটা ব্যবহার করাওখুব সোজা। কিছুটা মেয়োনেজনিয়ে পুরো মাথায় ভালো করেম্যাসাজ করুন। এরপর গরম পানিতেটাওয়েল ভিজিয়ে পুরো মাথায় ৩০মিনিট পেঁচিয়ে রাখুন। তারপরভালো কোনো শ্যাম্পু দিয়ে চুলধুয়ে ফেলুন।

Post Top Ad

Your Ad Spot

Pages