Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 24, 2017

বিদ্যুৎ বিল কমানোর উপায়।

দাহদাহের প্রচণ্ড তাপে বিদ্যুতেরব্যবহারওস্বাভাবিক অবস্থার চেয়ে কয়েক গুণ বেড়েযায়। বিদ্যুতের বিলও হয়ে যায় আকাশচুম্বী।কিছুটা সচেতন হলে বিদ্যুতের ব্যবহার কমেআসবে। পাশাপাশি সাশ্রয় হবে বিদ্যুতের বিলও। ১.গরমের যা দাপট , তাতে এসি নাচালিয়েউপায় নেই৷ তবে জানেন নিশ্চয় এসি যত ঘরঠাণ্ডা করবে , ততই বেশি বিদ্যুত্ খরচ হবে৷তাই ১৮ ডিগ্রীতে এসি না চালিয়ে ২৪ডিগ্রীতে চালান৷ ঘর আরামদায়ক থাকবে৷ আবার বিদ্যুতের সাশ্রয়ও হবে৷ ২.অনেক সময়টিভি দেখা হয়ে গেলে আমরারিমোট কন্ট্রোলের সাহায্যে বন্ধ করেদিই৷কিন্ত্ত সুইচ অফ করার কথা খেয়াল থাকেনা৷ অর্থাত্ টিভি দীর্ঘক্ষণ স্ট্যান্ড বাই মোডে থাকে৷ ফলে অনেকটাই বিদ্যুতেরঅপচয় হয়৷ তাই এরপর থেকে শুধু রিমোটকন্ট্রোলে টিভি বন্ধ না করে, খেয়াল করেসুইচ অফ করবেন৷ ৩.সাধারণ বাল্বের বদলেকমপ্যাক্টফ্লুরোসেন্ট বা সিএফএল লাগান৷ তাতে বিদ্যুতের খরচ অনেকটাই সাশ্রয় হবে৷দেখতেও সুন্দর৷ আলোও যথেষ্ট৷প্রথামিকভাবে দাম একটু বেশি পড়লেওচলবে সাধারণ বাল্বের থেকে অনেক বেশি৷৪.সব সময় শুকনো জামাকাপড় ইস্ত্রি করুন৷ওয়াশিং মেশিনের ড্রায়ার থেকে আধ শুকনো জামা কাপড় বের করে ইস্ত্রি করলেঅতিরিক্ত বিদ্যুত্ খরচ হয়৷ এমন ইস্ত্রিব্যবহার করুন , যাতে কম টেম্পারেচারেরঅপশন আছে৷ ৫.রেফ্রিজারেটর যেনদেওয়ালের গায়েনা থাকে , তার ব্যবস্থা করুন৷ দেওয়াল আর রেফ্রিজারেটরের মধ্যে একটু স্পেসথাকলে ভালো হয়৷ তাতে হাওয়া চলাচলকরতে পারে৷ ফ্রিজে ঠেসে জিনিসপত্ররাখবেন না৷ যে খাবারগুলো অনেকদিনের ,বা আর প্রয়োজন নেই , ফেলে দিন৷ অনেকসময় জ্যাম বা সসের বোতল খালি হয়ে যাওয়ার পরেও , সেগুলো ফ্রিজ থেকে বেরকরার কথা মনে থাকে না৷ তাই মাঝেমাঝেই চেক করুন৷ গরম কোনও খাবার ঠাণ্ডানা করে সোজা ফ্রিজে ঢোকাবেন না৷কোনও খাবারই আঢাকা অবস্থায় ফ্রিজেরাখবেন না৷ তাতে ফ্রিজের কম্প্রেসরের উপর চাপ পড়ে৷ ৬.ওয়াশিং মেশিনেরইলেকট্রিক ড্রায়ারনা ব্যবহার করে স্বাভাবিক ভাবেজামাকাপড় শুকনো করুন৷ কতটা পরিমাণেডিটারজেন্ট দিতে হবে , তাও ওয়াশিংমেশিনের গায়েই লেখা থাকে৷ সেই পরিমাণেই ডিটারজেন্ট দিন৷ বেশি বা কমনয়৷ জামাকাপড় খুব ময়লা না হলে ঠাণ্ডাপানিতে কাচুন৷ ৭.তেমন দরকার না থাকলেগিজার ব্যবহারকরবেন না৷ গরমকালে ঠাণ্ডা পানিতেগোসল করাই ভাল ৷ একান্তই গরম পানির প্রয়োজন হলে সোলার ওয়াটার হিটারব্যবহার করতে পারেন৷ ৮. মাইক্রওয়েভেরান্না বা খাবার গরমকরার সময় , রান্না ঠিক মতো হচ্ছে কিনাবার বার দেখার দরকার নেই৷ আপনিপ্রতিবার মাইক্রোওয়েভের ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে মাইক্রোওয়েভেরটেম্পারেচার ২৫ ডিগ্রি কমে যায়৷

Post Top Ad

Your Ad Spot

Pages