Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 24, 2017

স্থায়ীভাবে ফর্সা হওয়ার দুটি উপায় দেখেননি কাজে আসবে।

নিজেকে সবসময় সুন্দর ও আকর্ষণীয়রাখাটা যেন জীবনেরই একটাঅংশ। আপনি নারী, বা পুরুষ হোন,একটি সুন্দর মুখের কদর কিন্তুসর্বত্রই। আসুন জেনে নিই ত্বকস্থায়ীভাবে ফর্সা করার দুটিঘরোয়া উপায়-ভেতর থেকে রঙ করুন উজ্জ্বল-রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদেরব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে।প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধেআধা চা চামচ কাঁচা হলুদ বাটামিশিয়ে পান করুন। এভাবে পানকরতে না পারলে এর সঙ্গে মধুমিশিয়ে নিন। নিয়মিত হলুদমেশানো দুধ পান করলে আপনাররং হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা।দুধে কাঁচা হলুদ বাটা না মিশিয়েকরতে পারেন আরেকটি কাজ। দেড়ইঞ্চি সাইজের এক টুকরো হলুদনিন। তারপর টুকরো করে কেটে একগ্লাস দুধে দিয়ে ভালো করেফুটিয়ে নিন। দুধে গাঢ় হলুদ রঙধরলে পান করুন। এভাবে প্রতিদিনএকবার পান করবেন।রূপচর্চায় হলুদ-শুধু দুধের সাথে নয়, বাহ্যিকরূপচর্চাতেও হলুদ আপনার রঙপরিষ্কার করতে সহায়তা করবে।বিশেষ করে কালচে ছোপ দূর করতেএই পদ্ধতি খুব কার্যকর।উপকরণ-দুধ তিন টেবিল চামচ, লেবুর রস একটেবিল চামচ, এবং কাঁচা হলুদবাটা এক চা চামচযেভাবে ব্যবহার করবেন?দুধ, লেবুর রস ও হলুদ গুঁড়ো একসঙ্গেমিশিয়ে একটি মিশ্রন বা পেস্টতৈরি করুন। সারা মুখে এই পেস্টভালভাবে লাগিয়ে প্যাকটিশুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়েপরিষ্কার করে ধুয়ে নিয়ে নরমতোয়ালে দিয়ে আলতো করে মুছেনিন। গরম জলে মুখ ধোবেন না এবংঅন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না।

Post Top Ad

Your Ad Spot

Pages