Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 9, 2017

আপনিও তৈরি করতে পারবেন কিউআর কোড

বিভিন্ন পণ্যের গায়ে প্রায়ই দেখা যায় চারদিকে অসংখ্য কালো বিন্দুসহ একটি কালো বাক্স। এই কালো বাক্সটি স্মার্টফোনে স্ক্যান করে বিভিন্ন জিনিস করা সম্ভব। বস্তুটি সম্পর্কে বিস্তারিত তথ্যও মেলে। এটিকে বলে কিউআর কোড। এই বারকোডে সাদা কালো বিন্দুর মধ্যে যে তথ্য সঞ্চিত থাকে তাকে কিউআর মডিউল বলে।এই বিশেষ কোডের মধ্যে নিউমেরিক, আলফা নিউমেরিক আর বাইনারি পদ্ধতিতে তথ্য সঞ্চিত থাকে। ফলে স্মার্টফোন খুব সহজেই পড়ে ফেলতে পারে কিউআর কোডের তথ্য। বারকোডের থেকে বেশি তথ্য রাখা সম্ভব কিউআর কোডের মধ্যে। বিশেষ করে ভারত বা চীনের মতো দেশে এই কোডের মাধ্যমে অফলাইন পেমেন্ট, ওয়াইফাই শেয়ারিং, টাকা ট্রান্সফার ইত্যাদি করা সম্ভব হচ্ছে এই কোডের মাধ্যমে। এবার দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই তৈরি করবেন কিউআর কোড।১. প্রথমে একটি ভালো কিউআর কোড জেনারেটার খুঁজে বার করুন।এরকম কিছু কিউআর কোড জেনারেটর হল QR Code Generator, Goqr, Visualead ইত্যাদি।২. এবার আপনার পছন্দের ইউআরএল সংযুক্ত করে দিন কিউআর কোডের সাথে। কিউআর কোডে আপনার ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রামসহ যেকোন ইউআরএল যুক্ত করতে পারবেন। এইভাবে আপনি স্ট্যাটিকও ডাইনামিক দু’ধরনের ইউআরএল যুক্ত করতে পারবেন।৩. এরপর আপনার ইউআরএল কোড তৈরি হয়ে গেলে দেখে নিন সেটি ঠিকমতো কাজ করছে কি না।৪. একবার সেটি শেয়ার করে দিলে কোডটি ট্রাক করতে পারবেন। এবং সেটি কতজন স্ক্যান করল তাও দেখতে পারবেন। এইভাবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সাধারণ মানুষের মধ্যে সহজেইছড়িয়ে দিতে পারবেন।

Post Top Ad

Your Ad Spot

Pages