Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 6, 2017

ওয়াই-ফাই এর সুবিধা অসুবিধা সমুহ বিস্তারিত জেনেনিন

আস্সালামু আলাইকুঃআসাকরি সবাই ভালো আছেন, আমাদে সাথে থাকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন, এ আসা করতে পারি। সবাই ভালো থাকেন সবসময় এই কামনা আমার।আমার টিউনের আজকের বিষয়,ওয়াই-ফাই এর সুবিধা ও ওসুবিধা নিয়েআসাকরি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তা হলে আলোচনা শুরুকরা যাক।ওয়াই-ফাই হলো এমন একটি কমিউনিকেশন প্রযুক্তি যেটা তার বিহীন মাধ্যমের সাহায্যে কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করে। Wireless Fidelity এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে Wi-Fi, Wi-Fi হচ্ছে একটি established world-wide নেটওয়ার্কিং Standard যা রেডিও ওয়েভের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারেরর সাথে অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করে। Wi-Fi হচ্ছে IEEE802.11 family এর একটি স্ট্যান্ডার্ড। এটি মুলতঃ LAN (Local Area Network) এর ওয়্যারলেস ব্যবস্থ হিসেবে কাজ করে। একে মূলতঃ ডিজাইন করা হয়েছে, in-building broadband coverage এর জন্য। Wi-Fi technology 3G (3rd generation)কে Support করে। বর্তমানে বিভিন্ন ধরনের Laptop Wi-Fi সাপোর্ট করে যাহাতে সহজেই Internet Access করা যায়। বিভিন্ন পোর্টেবল ডিবাইস ও ফিক্সড ডিভাইসের মধ্যে নেটওয়ার্কের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। এর কাভারেজ এরিয়া কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। Wi-Fi নেটওয়ার্ক ভুক্ত এলাকা বা অঞ্চল Wi-Fi (hotspot) হটস্পট নামে পরিচিত। Wi-Fi এর সাধারণ Deployment concept চিত্রে দেখানো হলো-Exif_JPEG_420★ Wi-Fi এর সুবিধাসমুহ১। এটি সম্পূর্ণভাবে তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা।২। এর সাহায্যে ইন্টারনেট অ্যাকসেস করা যায়।৩। কোনো তার বা ক্যাবল ব্যবহার করা হয় না বলে Wi-Fi প্রযুক্তি ব্যবহার করা সহজ।৪। LAN ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চল, ঐতিহাসিক ভবন যেখানে তার বা ক্যাবল ব্যবহারের সুযোগ নেই সে সব জায়গা সহ হোটেল, ক্যাফে, বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে wi-fi খুব সহজেই ব্যবহার করা যায়।৫। Wi-Fi 802.11b ও 802.11g স্ট্যান্ডার্ডে ভালো ফ্রিকুয়েণ্সি পাওয়া যায়।৬। Wi-Fi কার্ড ব্যবহার করে বাধামুক্ত ভাবে একই সাথে কথা বলা যায়।৭। যে কোনো মানের Wi-Fi বিশ্বের যে কোন জায়গায় কাজ করবে।৮। Wi-Fi এর বর্তমান সংস্করণ ব্যাপকভাবে নিরাপদ বলে গণ্য করা হয়।★ Wi-Fi এর অসুবিধাসমুহ১। Wi-Fi এর ডেটা স্থানান্তরের গতি মধ্যমানের।২। Wi-Fi 802.11 স্ট্যান্ডার্ডে ইনডোরের প্রায় ৬০-৯০ মিটার দূরত্বে এবং আউটডোরে প্রায় মিটার দূরত্বে ডেটাস্থানান্তর করা যায়।৩। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল।৪। বিস্তৃত এলাকা ব্যাপী ডেটা স্থানান্তর করা যায় নাআসাকরি বুজাইতে পেরেছি, পোষ্টটি পড়ে ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালোথাকেন, সুস্থ থাকেন এ কামনায় আজকের মত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ

Post Top Ad

Your Ad Spot

Pages