Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 22, 2017

বাংলালিংকের আয় কমেছে

দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের দ্বিতীয় প্রান্তিকে ২ দশমিক ৯৯ শতাংশ আয় কমেছে। প্রথম প্রান্তিকে অপারেটরটিরআয় ছিল এক হাজার ২০০ কোটি ৬৫ লাখ টাকা আর দ্বিতীয় প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯৫ কোটি ১২ লাখ টাকা।গত আট প্রান্তিকের মধ্যে সর্বশেষ প্রান্তিকেই সবচেয়ে কম আয় করল অপারেটরটি। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের এপ্রিল-মে-জুন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।ভিওন বলছে, দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংকের গ্রাহক প্রতি কথা বলার পরিমাণও কমেছে। প্রথম প্রান্তিকে গ্রাহক প্রতি কথা বলেছে ৩০৫ মিনিট এবংদ্বিতীয় প্রান্তিকে গ্রাহক প্রতি কথা বলেছে ২৮৫ মিনিট। গত বছরের চতুর্থও তৃতীয় প্রান্তিকেও এ সংখ্যা ছিল ৩২২মিনিট। কথা বলে কমে যাওয়াতেই আয় কমেছেবলে মনে করা হচ্ছে।শেষ প্রান্তিকে কথা বলার পরিমাণ কমলেও ডেটা ব্যবহার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। প্রথম প্রান্তিকে গ্রাহক প্রতি ডেটার ব্যবহার ছিল ৩০৪ মেগাবাইট। আর দ্বিতীয় প্রান্তিকে এসে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৬৪ মেগাবাইট। প্রথম প্রান্তিকে বাংলালিংকের ডেটা থেকে আয় ছিল ১৫২ কোটি ৭৭ লাখ টাকা এবং দ্বিতীয় প্রান্তিকে তা হয়েছে ১৫৩ কোটি ৮৭ লাখ টাকা।প্রসঙ্গত, বাংলালিংক ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে লাভে এসেছে বলে ঘোষণা করেছিল তবে বছর শেষে তাদের এই অবস্থান ধরে রাখতে সক্ষম হয়নি। এদিকে চলতি বছরে বায়োমেট্রিক সিম নিবন্ধনের ফলে অপারেটরটির ৩৮ লক্ষাধিক সিম নিষ্ক্রিয় হয়ে যাওয়র ফলে তাদের আয়ে প্রভাব পড়েছে বলে ভিওন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

Post Top Ad

Your Ad Spot

Pages