Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 22, 2017

বাংলালিংকও চালু করলো ই-কমার্সসাইট

বাংলালিংক ই-শপ’ নামে একটি ই-কমার্স সাইট চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক।এই সাইট থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে ক্রেতারা ব্যান্ডেল অফারসহ হ্যান্ডসেট, পছন্দের ডাটা প্যাক, পছন্দের নম্বরের সিম কেনা, মোবাইলে টাকা রিচার্জ করা, অ্যাক্সেসরিজ কেনাসহ নানা ধরনের সেবা পাবেন।সাইটটির মাধ্যমে বর্তমানে ২০টিরও বেশি হ্যান্ডসেট ব্যান্ডেল অফারসহ দেশব্যাপী বিনামূল্যে ডেলিভারি দেওয়া হচ্ছে। প্রথম ৫০০ ক্রেতার জন্য থাকছে বিশেষ গিফট এবং বাংলালিংক প্রিয়জন কাস্টমারদের জন্য প্ল্যাটিনাম সুইটস, প্ল্যাটিনাম গ্র্যান্ড, কমিক ক্যাফে ঢাকাসহ আরও বেশ কিছু স্থানে থাকছে বিশেষ অফার।বাংলালিংকের হেড অফ ই-বিজনেস রাশেদ মোসলেম বলেন, ‘বাংলালিংক ই-শপ’ বাংলালিংকের ডিজিটালাইজেশনের দিকে আরও একটি দৃঢ় পদক্ষেপ। সরবরাহ ও অবকাঠামোগত সাহায্যের মাধ্যমে দেশেরই-কমার্স খাতকে তুলে ধরাই তাদের লক্ষ্য।এছাড়াও দেশে একটি শক্তিশালী ই-কমার্স সেক্টর প্রতিষ্ঠা করার লক্ষে ই-ক্যাবের সঙ্গে একসাথে কাজ করবে বাংলালিংক।ইতোমধ্যে ই-ক্যাবের সদস্য হিসেবে বাংলালিংক ই-শপ নিবন্ধনও করেছে।

Post Top Ad

Your Ad Spot

Pages