Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 22, 2017

১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরারশাওমি রেডমি নোট ৫এ উন্মুক্ত

চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের রেডমি নোট সিরিজের নতুন ফোন রেডমি নোট ৫এ উন্মুক্ত করেছে। ফোনটি স্ট্যান্ডার্ড এডিশন এবং হাই এডিশন দুটি মডেলে প্রকাশ করা হয়েছে। ফোনটির শুরুর দাম নির্ধারণ করা হয়েছে ৬৯৯ চায়না ইয়েন যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৪৫৬ টাকা।পাতলা মেটাল ইউনিবডি ডিজাইনের এই ফোনের পেছনে রয়েছে অ্যান্টেনা ব্যান্ডস। রেডমি নোট ৫এ এর বেজ সংস্করণটিতে আছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। ডুয়েল সিম স্লটের এই ফোনে ব্যবহার করাহয়েছে স্ন্যাপড্রাগন ৪২৫ এসওসি সাথে ২ জিবি র্যাম এবং অ্যাড্রেনো ৩০৮ জিপিইউ। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।প্রথম মডেলটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর রেডমি নোট ৫এ এর হাই এডিশনের সাথে বেজ এডিশনের মূল পার্থক্য এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরায়। কেননা এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল যা দিয়ে ভিডিও কলের সময় রিয়েল টাইম বিউটি ফিল্টার ব্যবহার করা যাবে।প্রসঙ্গত এই ফোনের দুটি প্রিমিয়াম সংস্করণ ৩ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজের দাম ৮৯৯ ইয়েন এবং ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজের দাম ১ হাজার ১৯৯ ইয়েন।

Post Top Ad

Your Ad Spot

Pages