Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 22, 2017

নিরাপদ রাখতে পাসওয়ার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপুর্ন টিপস দেখেনিন।

প্রযুক্তি বিদ্যার কল্যাণে দিন দিনএগিয়ে যাচ্ছে বিশ্ব। মানুষ হয়ে উঠছেযন্ত্র নির্ভর।আর সেই বিস্ময়ের মাত্রাকে আরওবহুগুণে বাড়িয়ে দিয়েছে ইন্টারনেটতথা সাইবার দুনিয়া। তবে সেক্ষেত্রেবেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে।যেমন, হ্যাকিংয়ের মাধ্যমেকম্পিউটারের তথ্য থেকে শুরু করেফেসবুকের একাউন্ট, ব্যাংকের ক্রেডিটবা ডেবিট কার্ড, ই-মেইল ইত্যাদিঅনেক কিছুই চলে যাচ্ছেঅনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে। অবশ্য এঅঘটনও প্রতিরোধ সম্ভব যদি আপনি এরপাসওয়ার্ড সংক্রান্ত বিষয়ে একটুসচেতন থাকেন।তবে আর দেরি না করে চলুন জেনে নেইসাইবার দুনিয়া নিরাপদ রাখতেপাসওয়ার্ড সংক্রান্ত কিছু টিপসসম্পর্কে।১. শক্ত পাসওয়ার্ড তৈরি করুনশক্ত পাসওয়ার্ড বলতে আপনারপাসওয়ার্ড ১০ থেকে ১৫ ক্যারেক্টারেরহওয়া উচিত। এবং সেখানে স্মললেটার, ক্যাপিটাল লেটার, সংখ্যা বাবিশেষ ক্যারেক্টার যেমন @, $ বা *রাখা দরকার। এবং সেটা আগের কোনপাসওয়ার্ডের মতো হওয়া যাবে না।২. কয়েক স্তরের নিরাপত্তা ব্যবহারকরুনআপনার একাউন্টে প্রবেশ করার জন্যদু’স্তর বা তার চেয়ে বেশি স্তরেরঅথেন্টিকেশন ব্যবহার করুন। কোনএকাউন্টে প্রবেশ করতে হলে আপনারফোন নাম্বার বা কয়েক স্তরেরপদক্ষেপ যেন নিতে হয় সেদিকেখেয়াল রাখতে হবে।৩. প্রতিটি ওয়েবসাইট বা অ্যাপেঅনন্য পাসওয়ার্ড ব্যবহার করুনঅনেকে একই পাসওয়ার্ড ব্যবহার করেবিভিন্ন একাউন্টে। ফেসবুক, মেইল,ইয়াহু বা বিভিন্ন ওয়েবসাইটে একইপাসওয়ার্ড ব্যবহার করার মতোবোকামি করে অনেকে। কিন্তু এটাঅনেক বড় নিরাপত্তা ঝুঁকি। কোন মতেএকটা পাসবওয়ার্ড ফাস হয়ে গেলেআপনার সব একাউন্ট কিন্তু ঝুঁকিতেপড়ে গেল।৪. কোন জায়গায় আপনার পাসওয়ার্ডপ্রবেশ করছেন সতর্ক থাকুনকোন সাইট বা অ্যাপে প্রবেশ করারসময় বা পাবলিক কিউস্ক বা চার্জিংস্টেশনগুলোতে পাসওয়ার্ড প্রবেশকরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।পাবলিক ওয়াইফাই, এয়ারপোর্ট, প্রিয়কফি শপ, হোটেল কক্ষ বা আপনারকলেজ ক্লাসরুমের কম্পিউটারেপাসওয়ার্ড ব্যবহারে বিরত থাকতেহবে। আর সেসব পাবলিক জায়গাগুলোথেকে কখনোই আপনার পাসওয়ার্ডপরিবর্তন করবেন না। ব্যক্তিগতস্মার্টফোন বা কম্পিউটার থেকেইসেটা করতে হবে।৫. যুক্ত একাউন্ট এড়িয়ে চলুনযুক্ত একাউন্ট বিষয়টি কি? ফেসবুকএকাউন্ট ব্যবহার করে আপনি ইচ্ছেকরলে অন্যান্য সাইটেরও একাউন্টখুলতে পারেন। কিন্তু এটা না করে সেইওয়েবসাইটে গিয়ে নতুন করে একাউন্টখোলাই ভালো। যুক্ত একাউন্ট অনেকআরামদায়ক। কিন্তু এ আরামদায়কব্যবস্থার অনেক ঝুঁকি আছে!৬. আপনার একাউন্টে আক্রমণ করারচেষ্টা হলে নোট রাখুনযদি খবর পান আপনার ব্যবহৃতওয়েবসাইট বা অ্যাপে কোন আক্রমণহয়েছে তাহলে সেটা সতর্কতার সাথেআমলে নিতে হবে। অন্য কেউও যদিআক্রান্ত হয় তাহলেও নজর দিবেন। আরদ্রুত পাসওয়ার্ড পাল্টে ফেলাও জরুরীহতে পারে।৭. সহজে অনলাইনে পাওয়া এমন তথ্যদিয়ে পাসওয়ার্ড নয়ধরেন আপনার পোষা বিড়ালটাকে খুবপছন্দ করেন। তার নাম রাখলেন সুইটি।এখন সেটা দিয়ে যদি পাসওয়ার্ডরাখেন তাহলে অন্যরা কিন্তু ধরেফেলতে পারেন। আপনি হ্যারি পটারফ্যান তাই বলে হ্যারি পটারপাসওয়ার্ডে নিয়ে আসবেন না।

Post Top Ad

Your Ad Spot

Pages