Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 19, 2017

অভ্র এখন আপনার হাতের মুঠোয় তারাতারি দেখুন

এটি একটি রিবুট টিউন, পূর্বের টিউনটিও আমার নিজেরই। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তবে ধরিয়ে অবশ্যই দিবেন।অভ্র ব্যবহার করার সময় অনেকেই অনেক ধরণের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।এরকম যেসকল সমস্যা আমার সামনে এসেছে-অভ্র বেশী জটিলঅভ্র এর ফন্ট অনেক কম।অথবা,অভ্র এর ফন্ট পাল্টানো যায় না।ফটোশপ-এ অভ্র দিয়ে বাংলা লেখা যায় না।আর সঙ্গে বোনাস কিছু-ফেসবুকের লেখা ভাঙ্গা আসে। অথবা, ফেসবুকের লেখা ছোট আসে।অথবা, ফেসবুকের লেখার ‘কার’গুলো (া,ি,ী…) আগে পরে আসে।ডিফল্ট ফন্ট পড়া কষ্ট।NCTB-এর PDF পড়তে সমস্যা।অভ্র-তে বিজয় লে-আউট ব্যবহার করা যায় না।আমার নজরে অভ্রকে এড়িয়ে চলার আর কোনো কারণ থাকার কথা নয়। আমি উপরের কারণগুলোকে শুধরে দিচ্ছি। আপনি যদিঅন্য কোনো সমস্যার মুখোমুখি হন, তাহলে টিউমেন্টের মাধ্যমে জানান, আমি তার সমাধান বের করবার পুরো চেষ্টা করব।অভ্র বেশী জটিলআপনার কাছে আসলেই কী ফোনেটিক টাইপিং কঠিন মনে হয়? আপনি “amar” লিখলে তা “আমার” হয়ে যাচ্ছে। এর চেয়েসহজ কী আছে? অনেকে বলবেন যে কিছু শব্দ আনতে কষ্ট হয়। আমি অস্বীকার করব না। কিন্তু আমার ক্ষেত্রে এতই কম যে চোখেই পরে না, এখন আপনারটাও কমিয়ে দিচ্ছি।অভ্র-তে কিছু অক্ষর এর মজা আছে। যখন, “r” লিখলে “র” আসে, তখন আবার “R” লিখলে “ড়” আসে। অর্থাৎ কাপিটাল লেটার এর জন্যে বাংলায়ও অক্ষর পরিবর্তন হয়। যেমন, কঠিন লেখার জন্যে টাইপ করতে হবে “koThin”, যেখানে “T” অর্থাৎ “ট”, “t”অর্থাৎ “ত”, “th” অর্থাৎ “থ” এবং “Th” অর্থাৎ “ঠ”। আপনার বর্তমান লে-আউট দেখতে অভ্র টপ বার হতে গিয়ার (Gear) আইকনটি চাপুন এবং “Layout Viewer ” সিলেক্ট করুণ।অনেকে আবার টিউমেন্টে এ নিয়ে লিখবেন যে অভ্র দিয়ে টাইপিং করার সময় সাজেশনতো আসেই। তাহলে এগুলো সেখার কী দরকার। অস্বীকার করব না। তবে আপনি বুঝবেন, বার বার সাজেশন এর অপেক্ষা না করে, সরাসরি যা চাই তা আনতে পারলে টাইপিং দ্রুত করা যায়।এর পরে অভ্রকে জটিল করার আর কী কী আছে? ধরুন কোনো অক্ষর আনার পদ্ধতি আপনি ভুলে গেলেন। তখন কী করবেন..? অভ্র-তে রয়েছে “Avro Mouse – Click ‘n Type! ” যার মাধ্যমে আপনি যে কোনো অক্ষর, কার বা ফলা আপনার লেখায় আনতে পারবেন। এটি বের করার জন্যে আপনার অভ্র টপ বার -এর মাউস আকৃতির আইকনটিতে ক্লিক করুণ।এর পরে এতে রয়েছে “Jump to system tray” ফিচার। যার মাধ্যমে আপনি আপনার স্ক্রীন এর জায়গা না কমিয়েই অভ্র ব্যবহার করতে পারবেন। সিস্টেম ট্রে-তে থাকা অবস্থায় “F12” দিয়ে আপনি বাংলা বা ইংরেজি মোড এর মধ্যে পরিবর্তন করতে পারবেন। এটি করার জন্যে অভ্র টপ বার-এর প্রথম আইকন, অর্থাৎ “অ”-তে ক্লিক করুন এবং “Jump to system tray ” সিলেক্ট করুন।অভ্র-এর ফন্ট অনেক কম অথবা, অভ্র এর ফন্ট পাল্টানো যায় নাবাস্তবে এই টিউমেন্টের সাথে আমি মোটেই একমত নই। কারণ, আপনি যদি শুধুমাত্র ফন্ট এর কারণে অভ্র ছেড়ে বিজয়ে যেতে চান, তাহলে জানিয়ে দেই, বিজয়ের প্রত্যেকটি ফন্ট অভ্র দিয়ে ব্যবহার করা যায়।আমি এক কাজ করি, আপনাকে বিজয়ের ANSI ফন্ট গুলো ব্যবহার করা দেখিয়ে দেই। UNICODE ফন্ট-তো আপনি নিজ থেকেই ব্যবহার করতে পারবেন। অভ্র-তে ইউনিকোড থেকে আনসি-তে যাবার জন্য কীবোর্ড শর্টকাট হলো, “Shift+F12 ” আর এই কমান্ড পাবার পরেই আপনাকে অভ্র একটি ওয়ার্নিং দিবে।এখানে আপনি “Use ANSI anyway ” তে ক্লিক করে আনসি ব্যবহার করা শুরু করতে পারেন। Sutonny MJ একটি জনপ্রিয় বিজয় ফন্ট, চিন্তা নেই, অভ্রদিয়ে ওটাও ব্যবহার করতে পারবেন…আর এখন আপনার দরকার একটা ফন্ট এর প্যাকেজ। আমি আপনাদের ৭৫০+ ফন্টস এর একটি প্যাকেজ এর সন্ধান দিচ্ছি। এর পরেও যদি বলেন অভ্র এর ফন্ট কম, তাহলে আমি বলব, “কেউ আমারে মাইরালা!”প্যাকেজটি আমার আপলোড করা। তাই কোন প্রকার সমস্যা হলে জানাতে ভুলবেন না।

Post Top Ad

Your Ad Spot

Pages