Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 17, 2017

এখনই ঝটপট বানিয়ে ফেলুন নিজের মোবাইল স্পিকার ! ফ্রিতে।।

আসসালামু আলাইকুমবন্ধুরামোবাইল গান শুনা যায় অথচগান শুনছেন না এমন মানুষ খুঁজেপাওয়া যাবে কিনা সন্দেহ।হেড ফোন ছাড়া মোবাইলেরস্পিকার তেমন একটা ভাল হয়না। যার ফলে ইচ্ছা মত গানশুনতে চাইলেও পারা যায়না।বাজারে অবশ্য মোবাইলের জন্যআলাদা স্পিকার পাওয়া যায়এখন। কিন্তু যখন আপনি সহজেইনিজে বানিয়ে নিতে পারছেনমোবাইলের স্পিকার, তখন কেনটাকা নষ্ট করতে যাবেন বলুন।আপনি চাইলে বাসাতেই তাবানাতে পারেন, আর তার জন্যআপনাকে ইঞ্জিনিয়ার হতেহবে না। একটু বুদ্ধি খাটালেইচলবে। আর খরচ হয়তোবাসর্বোচ্চ ১০ টাকা। কোন বিদ্যুতখরচ নাই, কোন কেবলেরঝামেলা নাই!আসুন দেখি কি ভাবে বানানোযায় মোবাইলের স্পিকার।


কি কি লাগবেঃ১.টয়লেট টিস্যুর রোল ৩টা২. প্লাস্টিক কোকের গ্লাস৩. কেচিকি ভাবে বানাবেনঃপ্রথমে টয়লেট টিস্যু ব্যবহারেরপর যে রোল থাকে সেই ধরনেরতিনটি রোলকে জোড়া লাগান।বড় সাইজের টিস্যু হলে একটিরোলই যথেষ্ট। এবারপ্লাস্টিকের গ্লাস গুলোকেটিস্যু রোলের সাইজ অনুযায়ীকেটে নিন। টিস্যু রোলেরমাঝখানে আপনার মোবাইলেরসাইজ অনুসারে কাটুন। এমনভাবেকাটতে হবে যেন মোবাইলটিরোলের ভেতরে প্রবেশ করে।রোলের দুই প্রান্তে গ্লাস গুলোপ্রবেশ করান। আর মাঝখানেরকাটা অংশে মোবাইলটিপ্রবেশ করান। এবার দেখুনআপনার মোবাইলের শব্দ বেড়েগেছে দ্বিগুণ।প্লাস্টিক গ্লাসের স্থানেসিরামিক বা মেটালের কোনগ্লাস ব্যবহার করা হলে সাউন্ডআরো বেশি হবে।চাইলে এখনই বানিয়ে ফেলতেপারেন আপনার মোবাইলেরস্পিকার। একটু আসে পাশেতাকান, যা যা প্রয়োজন তাআপনার হাতের কাছেই পরেআছে হয়তো। কাজে লাগান।

Post Top Ad

Your Ad Spot

Pages