Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 21, 2017

যে ৬টি কৌশলে জিতে নিতে পারবেন প্রিয় মানুষটির মন

বিয়েটা হয়েছে পারিবারিক ভাবেই।আর তাই বিয়ের পর থেকেই মন জিতেনেয়ার চেষ্টা করছেন তার। কিন্তু কেনযেন সব চেষ্টাকেই বৃথা মনে হয় দিনশেষে। কোনো ভাবেই বুঝতে পারছেননা কিভাবে জীবন সঙ্গীর মন জিততেপারবেন।প্রতিটি মানুষই নিজের মনের মানুষটিরকাছে হয়ে উঠতে যায় একজন আদর্শসঙ্গী। আর তাই প্রিয় মানুষটিকে খুশিকরার জন্য কত কিছুই না করে থাকেমানুষ। জীবন সঙ্গীর কাছে নিজেকেপৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে তোলারএই প্রয়াসটি সৃষ্টির শুরু থেকেই দেখাযায়। মনে রাখবেন, প্রিয় মানুষটির মনজিতে নেয়া খুব বেশি কঠিন কাজ নয়।প্রয়োজন শুধু একটু সদিচ্ছা। আসুন জেনেনেয়া যাক প্রিয় মানুষটির মন জিতেনেয়ার ৬টি উপায়।সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখুনজীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলেপ্রতিদিনের সংসারেই জীবন সঙ্গীরসুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখাউচিত। সঙ্গী কী খাবে, কখন ঘুমাবে,ক্ষুধা লেগেছে কিনা, ক্লান্ত কিনা,কী প্রয়োজন ইত্যাদি সব বিষয়েরপ্রতিই জীবন সঙ্গীর হয়ে উঠতে হবেসচেতন। প্রতিদিনের একটু একটু আদরযত্নই ভালোবাসা বাড়িয়ে দেয় অনেকখানি। তাই জীবন সঙ্গীর মন জিতেনিতে চাইলে প্রতিদিন সঙ্গীর সুবিধাঅসুবিধার দিকে লক্ষ্য রাখা জরুরী।উপহার দিন সঙ্গীর মন জিতে নিতেচাইলে সঙ্গীকে মাঝে মাঝে উপহারদেয়া উচিত।পৃথিবীর সব মানুষই জীবন সঙ্গীর কাছথেকে উপহার আশা করে। প্রেমের সময়অধিকাংশ যুগলই উপহার আদান প্রদানকরলেও বিয়ের পরে অধিকাংশ মানুষইতা করে না। সঙ্গীর মন জিতে নিতেচাইলে আপনার সামর্থ্য অনুযায়ীমাঝে মাঝে উপহার দিন তাকে। আরকিছু না হোক একটি ফুল নিয়ে তোচমকে দেয়াই যায় তাই না? নিজেকেআকর্ষণীয় করে তুলুন জীবন সঙ্গীর মনজিতে নিতে চাইলে নিজেকেআকর্ষণীয় করে তোলাটা জরুরী। জীবনসঙ্গী আপনাকে সব সময়ই দেখে বলেনিজেকে অগোছালো রাখা উচিত না।প্রতিনিয়তই নিজের যত্ন নিন। সেইসঙ্গে জীবন সঙ্গীর পছন্দের সুন্দরপোষাক পরুন এবং সুগন্ধি ব্যবহার করুন।নিজেকে গুছিয়ে রাখলে সঙ্গীর মনজিতে নিতে পারবেন খুব সহজেই।সঙ্গীর পরিবারের যত্ন নিন একটিমানুষকে জীবন সঙ্গী করা মানে নতুনএকটি পরিবারের সাথে আত্মীয়তাহওয়া। আপনার জীবন সঙ্গীর সব চাইতেকাছের মানুষ তো তারাই। তাই আপনারজীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলেতার পরিবারের সুবিধা অসুবিধারদিকে লক্ষ্য রাখুন। তাদের বিপদেআপদে সব সময় তাদেরকে সাহায্য করুন।তাহলে আপয়ান্র জীবন সঙ্গীর মনজিতে নিতে পারবেন সহজেই।সঙ্গীকে স্বাধীনতা দিন একজনমানুষকে জীবন সঙ্গী করা মানেই তারজীবনের সমস্ত স্বাধীনতা ছিনিয়েনেয়া নয়। আপনার জীবন সঙ্গীকেযথেষ্ট পরিমাণে স্বাধীনতা দিন।তাকে তার নিজস্ব জগতটাকে উপভোগকরতে দিন। সারাক্ষণ তার পিছে পিছেনা থেকে তাকে তার মত করেজীবনটাকে উপভোগ করতে দিন মাঝেমাঝে।তাহলে আপনার সঙ্গীর মন জিতেনিতে পারবেন আপনি। নিজেরব্যক্তিত্ব বজায় রাখুন দাম্পত্য সম্পর্কমানেই নিজেকে উজার করে দেয়া নয়।জীবন সঙ্গীর কাছে নিজেরব্যক্তিত্বকে উজার করে দিলে একপর্যায়ে জীবনসঙ্গী একঘেয়ে বোধকরে। তাই জীবন সঙ্গীর সাথে নিজেরব্যক্তিত্ব বজায় রাখুন। জীবন সঙ্গীরপ্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না।আপনার ব্যক্তিত্ব ও আত্মনির্ভরশীলতাআপনার জীবন সঙ্গীকে মুগ্ধ করবে।

Post Top Ad

Your Ad Spot

Pages