Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 22, 2017

ভালো ছেলেদেরপ্রেমিকা না পাওয়ার কারন !

ছেলেটি খুব ভালো। নম্র-ভদ্র স্বভাবের,কারো সাথে খারাপ ব্যবহার করে না,লেখাপড়ায়ও ভালো। অন্যদিকে ক্যারিয়ারসচেতন, মা-বাবার খেয়াল রাখে,সমাজে সকলেইতাঁদেরকে ভালো ছেলে হিসাবে জানে।একটুলক্ষ্য করলেই দেখবেন যে বেশিরভাগক্ষেত্রেই এই ভালো ছেলেগুলোরপ্রেমিকা হয়না। বা প্রেমিকা হলেও সম্পর্ক স্থায়ী হয়না। বেশিরভাগ ক্ষেত্রেই মন ভাঙারযন্ত্রণা ছেলেটি একা বহন করে বেড়ায়।কেনহয় এমন? সেই প্রশ্নের জবাব রইলোএইফিচারে।১) গায়ে পড়া স্বভাব নেইভালো ছেলেরা শুধু মেয়ে কেন, কারোসাথেইগায়ে পড়ে আলাপ করতে পারেন না।এমনকি কেউ আলাপ করতে এলেও অনেকেইনিজের মাঝে গুটিয়ে থাকেন। ফলে তাঁদেরপরিচিত মানুষের পরিধি হয় অনেক কম।আরমেয়েদের সাথে পরিচয়ও হয় কম।২)তারা ছলকলা বোঝে নাপ্রেম করতে ও কোনমেয়েকে প্রেমে ফেলতে গেলে একটুকৌশল,একটু ছলকলা জানতেই হয়। বলাই বাহুল্যযে ভালো ছেলেরা এসব থেকে একশ হাতদূরে থাকেন এবং এগুলো বোঝেনও না।প্রেমেরসপ্ত ছলকলা এদের রপ্তের বাইরেইথেকে যায়।৩) ভালো ছেলেরা “বোরিং” হয়মেয়েদের একটা চিরকালের আগ্রহ আছেএকটুখারাপ ছেলেদের প্রতি। তাঁদেরপ্রেমিকা হওয়াকে মেয়েদেরকাছে একটা চ্যালেঞ্জ মনে হয়।অন্যদিকে ভালো ছেলেদেরকে তাঁদেরচোখে মনে হয় “বোরিং”।৪) মায়ের কথা মেনে চলেবেশিরভাগ ভালো ছেলে মায়ের কথা খুবশোনে। মায়ের পছন্দ ছাড়া বিয়ে করবোনা,কিংবা সব সিধান্তে মাকে শামিলকরে তারা। এই ব্যাপারটা বেশিরভাগমেয়ে পছন্দ করে না।৫) ক্যারিয়ার নিয়ে বেশী সচেতনবেশিরভাগ ভালো ছেলেই নিজেরলেখাপড়া ওক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকেন। আরএইসবের মাঝেই হারিয়ে যায় প্রেম ওঅন্যান্যব্যাপার। যখন বুঝতে পারেন,ততক্ষণে দেরি হয়ে গেছে।৬) মিথ্যা বলতে পারে নাপ্রেমের সম্পর্কে টুকটাক নির্দোষমিথ্যা থাকেই। নিজের সম্পর্কে একটুবাড়িয়ে বলা, নিজেকে একটুহিরো সাজিয়ে উপস্থাপনকরা ইত্যাদি ভালো ছেলেরা পারেইনা একদম। ফোলে মেয়েরাও পটে নাসহজে।৭) শুরুতেই সিরিয়াস হয়ে যায়কারো সাথে প্রথম প্রথম ডেটিং-এই এইধরণের ছেলেরা খুব বেশী সিরিয়াসহয়ে যায়। মেয়েটির ওপরে অধিকারফলাতে থাকে। আর এটাইসম্পর্কটাকে সামনে এগোতে বাঁধা দেয়।৮) প্রচণ্ড আবেগী হয়বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ছেলেরা হয়প্রচণ্ড আবেগী ও স্পর্শকাতর। এরা খুবঅভিমানী স্বভাবেরও হয়। তাই তুচ্ছকারণে এদের সম্পর্ক ভাঙে এবং নতুনসম্পর্কহয় না।৯) খারাপ মেয়েদের খপ্পরে পড়েবেশিরভাগ ভালো ছেলেই সত্য ও মিথ্যারমাঝে পার্থক্য বুঝতে পারে না।ফলে তারা পুরুষ লোভী কিছু খারাপমেয়েদেরখপ্পরে পড়ে। এবং অন্য মেয়েদের উপরথেকেওবিশ্বাস হারিয়ে ফেলে।১০) সম্পর্কভীতি কাজ করেপ্রেম করলে কী হবে?যদি বিয়ে না করতে পারি? বাসায়জানলে কী হবে? কীভাবে প্রপোজকরবো…সম্পর্কনিয়ে ইত্যাদি হরেক রকম ভীতিকাজকরে অনেকের মনেই। আর এর ফলে তাঁদেরপ্রেম করাটাই হয়ে ওঠে না।

Post Top Ad

Your Ad Spot

Pages