Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 19, 2017

ভালোবাসার সম্পর্কে স্থায়িত্ব

দেখা যায় অনেক ছোট ছোট কারণে একটি সুন্দর সম্পর্ক ভেঙ্গে যায় অনাকাঙ্ক্ষিতভাবে।সঙ্গীকে পরিবর্তন করার চেষ্টা করবেন নাআপনার সঙ্গীর ভাল-মন্দ দেখেই কিন্তু আপনি তাকে পছন্দ করেছিলেন। তাই তাকে বদলানোর চেষ্টা করবেন না। এমনকি কারো সাথে তুলনা দিয়ে তাকে বদলাতেও বলবেন না। এতে আপনার সঙ্গীর মনে হীনমন্যতা তৈরী হবে। আবার হয়তো একদিন তিনি বদলে যাবেন কিন্তু সেদিন হয়তো আপনার প্রয়োজনও তার কাছে ফুরিয়ে যাবে। তাই বুঝেশুনেই সম্পর্ক হোক শুরু।মনোযোগ দিয়ে সঙ্গীর কথা শুনুনআপনার সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন। এতে তার অভিযোগ, ভালোলাগা, মন-মানসিকতা, প্রত্যাশা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন আপনি। আর সেই সাথে আপনাদের সম্পর্কও মজবুত হবে।সম্পর্কে তৃতীয় ব্যক্তি নয়অনেক সময় একটি সম্পর্ক ভেঙ্গে যাবার জন্যে একজন বাইরের মানুষই যথেষ্ট। তাই চেষ্টা করুন আপনাদের সম্পর্কের ব্যক্তিগত ব্যাপারে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখতে। ঝগড়াঝাঁটি হলেই বাইরের কোনও বন্ধুকে সমঝোতার জন্যে ডেকে আনবেন না। নিজেরাই ঝগড়া মেটানোর চেষ্টা করুন।পারিবারিক ব্যাপারে সতর্ক থাকুনশুধু নিজের পরিবারই নয়, গুরুত্ব দিনসঙ্গীর পরিবারকেও। নিজে যথেষ্ট পরিমাণে সংযুক্ত না থাকতে পারলেও খেয়াল রাখুন আপনার কারণে যাতে সঙ্গীর সাথে তার পরিবারের সম্পর্কে কোন দূরত্ব তৈরী না হয়। এতে করে ভালবাসা আরও অটুট হবে।

Post Top Ad

Your Ad Spot

Pages