Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 21, 2017

[লাইফ স্টাইল] দ্রুত অর্থ উপার্জন ও সঞ্চয়ের কিছু সহজ কৌশল

দ্রুত লাখপতি হতে কে না চায়? কিন্তু কি করে হবেন সহজেএত টাকার মালিক? চারপাশের দশটা মানুষ দশরকম পরামর্শদেবে। কী করে বাছবেন এর ভেতরে সঠিক আসলে কে? কারপরামর্শটা আসলেই কাজের? যদি সত্যিইএই দ্বিধাগুলোআপনাকে হরহামেশাই অস্বস্তিতে ফেলতে থাকে তাহলেবিশেষজ্ঞদের এই পরামর্শগুলো আপনারই জন্যে। জেনে নিন দ্রুত ধনী হবার জন্যে লাখপতিদের দেওয়া পরামর্শ।১. খরচের তালিকা আর হিসেব রাখুনমাসের শুরুতেই নিজের খরচের খাত আর সেগুলোতে ঠিক কতখরচ হবে সেটার একটা তালিকা লিখে ফেলুন। তবে এটাকেবল তখনই কাজ করবে যখন আপনি এতে গুরুত্ব দেবেন।যেটাই হোক না কেন নিজের পরিকল্পনায় স্থির থাকুন এবংনিশ্চিত করুন যে আপনি বাড়ির সব খরচসামলাতে পারছেন আপনার বেতন দিয়ে। বাড়তি ধার করে যদি খরচ চালাতে হয়তাহলে কোনরকম সঞ্চয়ের আশা একেবারেই বৃথা। ২. বাড়তি কাজ করুনবাড়তি কাজ বলতে বোঝানো হয়েছে সাধারণ চাকরিরপাশাপাশি অন্য কোন কাজ। এই যেমন কোনব্যবসা। তবেব্যবসা বা অন্য কোন কিছু শুরু করার আগে কয়েকটা ব্যাপারমাথায় রাখুন।ক. কাজকে উপভোগ করছেন কিনা খ. গুরুত্বের সাথে নিন ও ব্যাবসায়িক পরিকল্পনা করুনগ. বুদ্ধি খরচ করে টাকা ব্যয় করুনঘ. নিজেকে ব্যবসায়িক দিক থেকে তুলেধরুন আরক্রেতারআগ্রহকে খেয়াল রাখুনঙ. নিজেকে বা নিজের ব্যবসাকে অন্যেরকাছে পরিচিতকরতে একদম লজ্জা পাবেননা ৩. সর্বোচ্চ চেষ্টা করুনগ্রীসের এক গল্পে পাওয়া যায় এমন এক জেনারেলের কথাযিনি শত্রুকে খুঁজতে গিয়ে নিজের জাহাজের প্রতিটি ঘরজ্বালিয়ে দেন। ঠিক তেমনি নিজের সবদিক দিয়ে চেষ্টাকরে যান। অন্যদেরকে বোকা বানাতে পারলেও নিজেকেবোকা বানানো সোজা নয়। মনযোগ দিয়ে তাই যতটা সম্ভব বেশি করুন আর কমটুকুনিন। মনে রাখুন, সম্পদ অর্জন,বুদ্ধিবৃত্তিকভাবে খরচ করা আর লগ্নি করার জিনিস। এটিকখনোই একেবারে খরচের খাতায় ফেলার জিনিস নয়। আর তাইধনী হতে গেলে সাধারণ জীবন যাপন করুন, অল্প খরচ করুন আরউপভোগ করুন। ৪. ভিন্ন কিছু করুনদ্রুত ধনী হতে চাইলে অন্যদের চাইতে আরো একটু বেশি কিছুআপনাকে করতেই হবে। আর তাই এই বেশি কিছুর ভেতরেচেষ্টা করুন নানারকম উপায়। সেটা হতে পারে শেয়ারবাজারে লগ্নি, জমি কিনে রাখা, নতুন কোন আইডিয়া তৈরিকরে বিক্রি করুন কিংবা তৈরি করুন কোন ভিডিও। যেটা ইউটিউবে শেয়ার করে প্রতি ১০০০ লাইকে আপনি পেয়েযাবেন ২ ডলার! ৫. বাড়িকে ব্যবহার করুনযদি এমনটা হয় যে আপনার আছে একটি বাড়ি কিংবা সুন্দরএকটা নিরিবিলি স্থানের জমি তাহলে সেটাকে ফেলে নারেখে ব্যবহার করুন। আজকাল অনেক ট্রেনিং সেন্টার ঘরভাড়া নিয়ে থাকে, এছাড়াও শ্যুটিংএর জন্যেও বাড়ি বাজায়গার দরকার পড়ে। চেষ্টা করুন এরকমই কোন একটা পথ আর কোনরকম লগ্নি ছাড়াই উপভোগ করুন বাড়তি টাকা।

Post Top Ad

Your Ad Spot

Pages