Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 22, 2017

মেয়েরা পুরুষদের দিকে যৌনতার দৃষ্টিতে তাকায় বলেইপুরুষরা ধর্ষণ করে

[image]বিকৃত মানুষের বিকৃত যৌনাকাঙ্ক্ষাই ধর্ষণে রূপ নেয়। ভারতীয় সমাজে এই ধর্ষণের প্রাবল্য যেমন বেশি, তেমনি বেশি এর পক্ষে রাজনীতিক ধর্মনেতা-সহ বিশিষ্টজনদের একাংশের সমর্থন। ধর্ষণকে বিকৃত যৌনাকাঙ্ক্ষী পুরুষের বিকৃত মানসিকতার পরিচয় হিসেবে না দেখে তারা উল্টো ধর্ষণের শিকার নারীকেই দায়ী করতে চান; যা অন্যায্য পুরুষতান্ত্রিক সংস্কৃতিজাত। ভারতেরসংবাদমাধ্যমে প্রকাশিত দেশটির রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের এমনই ১৩টি আলোচিত মন্তব্য তুলে ধরা হল পাঠকদের জন্য।কংগ্রেস নেতা সত্যদেব কাতারি:মেয়েরা পুরুষদের দিকে যৌনতার দৃষ্টিতে তাকায় বলেই পুরুষরা ধর্ষণ করে।গুরু প্রভুপদ:বিষয়টা এরকম নয় যে, নারীরা ধর্ষণকে পছন্দ করেন না। তারাও মাঝে মাঝে এ বিষয়টি পছন্দ করেন। তারা এরকমটিই চায়। মানসিকতাটাই এরকমই। বাহ্যিকভাবে তারা দেখাতে চায় যে, তারা এটি উপভোগ করেন না কিন্তু ভিতরের কাহিনী হচ্ছে তারা এরকমটি কখনোই করে না।বিজেপি নেতা বাবুলাল গাউর:ধর্ষণেরজন্য শুধুমাত্র ৫-৬জন লোকই দায়ী নয়। ধর্ষণের শিকার মেয়েও এর জন্য দায়ী। মেয়েদের উচিত ধর্ষণের শিকার হওয়ার আগ মুহুর্তে আক্রমণকারীদের ভাই বলে ডাকাএবং তাদেরকে থামতে বলা। এভাবেই হয়তো সে তার সম্মান ও জীবন বাঁচাতে পারে। আপনি কি এক হাতে তালি বাজাতে পারেন। আমি মনে করি এটা সম্ভব নয়।বিজেপি নেতা কৈলাশ ভিজাভারগায়া:মেয়েদের যদি নৈতিকঅবক্ষয় ঘটে তখনই ধর্ষণের ঘটনা ঘটে।রামকিওয়াক পাকরা:কেউই ইচ্ছাকৃতভাবে ধর্ষণ করে না, এটা ভুল বশত ঘটে থাকে।সাবেক সিবিআই পরিচালক রঞ্জিত সিনহা:ধর্ষণ থামাতে না পারলে উপভোগ করুন।জাতীয় লোকদল পার্টির নেতাওম প্রকাশ:ধর্ষণ ও নিষ্ঠুরতার সমাধান হচ্ছে মেয়েদের ছোট বেলায় বিয়ে দিয়ে দেয়া।এনসিপি পার্টির নেতা আশা মির:মেয়েদের পোশাক সম্পর্কে যথেষ্ট সচেতন থাকা উচিত বিশেষ করে তারা যখন বাহিরে বের হয়। তাদের শরীরের ভঙ্গি এমন হওয়া উচিত নয় যা রাস্তায়ওৎ পেতে থাকা ধর্ষকদের আকর্ষণ করে।অল ইন্ডিয়াতৃনমূল কনগ্রেসের নেতা মমতা ব্যানার্জি:আগে ছেলে- মেয়েরা রাস্তায় হাত ধরে ঘুরে বেড়ালে অভিভাকরা তাদের শাস্তি দিত কিন্তু এখন সব কিছুই উন্মুক্ত। বিষয়টা মুক্ত বাজারের মত, আপনি সবকিছুই করতে পারেন। ধর্ষণ তখনই ঘটে যখন নারী-পুরুষরা নিজেদের মত চলাফেরা করে।সমাজবাদী পার্টির প্রধান মোলায়েম সিং যাদব:ধর্ষণের অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়। ছেলে-মেয়েদের মধ্যে যখন বন্ধুত্ব শেষ হয়ে যায় তখন মেয়েটি দাবি করে তাকে ধর্ষণ করা হয়েছে।দিল্লিতে মেডিকেল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত মুকেশ সিং:ধর্ষণের জন্য ছেলেদের চাইতে মেয়েরাই বেশি দায়ী। মেয়েদের গৃহাস্থলী এবং ঘরের কাজ করা উচিত রাতে বারেঘুড়ে বেড়ানো এবং অশালীন পোশাক পড়া নয়। শতকরা ২০ ভাগমেয়েই ভাল হয়।বিজেপি নেতা মিনাক্ষী লহ্মী:কোথায়অনেক লোক ধর্ষণের প্রতিবাদ করতে এসেছে? অন্য জায়গাতে এটা স্থানীয় সংবাদের মধ্যে ও পড়ে না, জাতীয় সংবাদেরকথা তো বাদ ই দিলাম।বিজেপি নেতা মনোহর যোশি:আমি মনে করি লোকজন যোগ ব্যায়াম শুরু করলে ধর্ষণের ঘটনা অনেক কমে আসবে। আমি বলছি না যে ধর্ষণ সম্পুর্ণ বন্ধ হয়ে যাবে, কিন্তু জোর দিয়ে বলতে পারি এরকম অপ্রীতিকর ঘটনার পরিমাণ কমবে।

Post Top Ad

Your Ad Spot

Pages