Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 21, 2017

কলপ করার আর দরকার নেই,এখন পাঁকা চুলকে কালো করুন খুব সহজেই.......

মধ্যবয়সে চুল পেকেযাওয়া শুরু হলেইকলপের শরণাপন্নহন অনেকে, কেউ বাপার্লারে গিয়ে চুলডাই করিয়েআসেন। কিন্তুপ্রচুর ক্ষতিকরএসবরাসায়নিক আপনারচুলের আরওবারোটা বাজিয়েদেয়।বয়স হবার প্রমাণদেখা যায় কালোচুলের মাঝে সাদারউঁকিঝুঁকিতে।স্ট্রেস, অসুস্থতা,বংশগতি অনেককারণেই কম বয়সেওচুল পেকে যেতেপারে। একদমপ্রাকৃতিক একটিউপায়েআপনার পাকা চুলকয়েক সপ্তাহেরমাঝেই চোখেরআড়াল হয়ে যাবে।আর এই কাজটিকরার জন্য আপনাররান্নাঘরে থাকানিরীহ একটিউপাদানই যথেষ্ট।কি সেই উপাদান?তা হলো আলুর খোসা!হ্যাঁ,রান্নাবান্নার পর যেআলুর খোসাপরে থাকে সেটাদিয়েই তৈরিহবে এই প্রাকৃতিক“ডাই”। দেখে নিনএর জন্য কী কীলাগবে।- ৫/৬টি বড় আলুরখোসা- সসপ্যান- ঝাঁঝরি- পুরনো শ্যাম্পুরবোতল- চুলে ডাই দেবারব্রাশ- ময়েশ্চারাইজিংশ্যাম্পু ওকন্ডিশনার- তোয়ালেযা করতে হবে১) সসপ্যানেরভেতরে এক কাপআলুরখোসা নিন। এতে যোগকরুন দুই কাপপানি এবং সসপ্যানঢেকে দিন।জ্বাল বাড়িয়ে দিয়েপানিফুটিয়ে নিন। ফুটন্তপানিতে ২০-৩০মিনিট রান্না হতেদিন আলুরখোসাগুলো। চুলা বন্ধকরে দিন।২) একটু ঠাণ্ডা হলেপানিটুকু ঝাঁঝরিদিয়ে আলাদা করেঢেলে নিনএকটি বোলে। খোসাফেলে দিন। এইপানিটুকু ঠাণ্ডা হলেএকটা পুরনো,পরিষ্কার শ্যাম্পুরবোতলে ঢেলেনিন।৩) ময়েশ্চারাইজিংশ্যাম্পু দিয়ে চুলধুয়ে কন্ডিশনিংকরে নিন চুল। এরপরকন্ডিশনার ধুয়েফেলে চুল ধুয়ে নিনআলুর খোসার ডাইটিদিয়ে। এটাপানি দিয়ে ধুয়েফেলবেন না। চুলেতোয়ালে পেঁচিয়েকিছুক্ষণ রেখেদিন। এরপর চুলশুকিয়ে ফেলুন।৪) এইভাবে আলুরখোসার ডাই দিয়েপ্রতিদিন চুল ধোয়ারচেষ্টা করুন।প্রতিদিন চুলেকন্ডিশনারওব্যবহারকরবেন কারণ পাকাচুল বেশি নাজুকহয়ে থাকে। তাকরতে না পারলেসপ্তাহে অন্তত২-৩দিন এই ডাইদিয়েচুল ধুতে হবে।যদি আলুর গন্ধবেশি বাজে লাগেতবে এক ফোঁটাসুগন্ধি এসেনশিয়ালঅয়েল দিয়ে দিতেপারেন এরমাঝে। রাসায়নিকডাইয়ের মতোএকদিনে পাকা চুলদূর হবে না ঠিক।কিন্তু কয়েকসপ্তাহ বামাসখানেকনিয়মিত ব্যবহারেপাকা চুল আরদেখা যাবে না।

Post Top Ad

Your Ad Spot

Pages