Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 21, 2017

[লাইফ স্টাইল] শাশুড়ির মন জয়ে যা করবেন!

বিয়ের পর একটি মেয়ের জীবনে নানা পরিবর্তন আসে। তাকেঅনেক কিছু মেনে নিতে হয়।নতুন পরিবেশ, নতুন মানুষসবকিছুর সাথে তার মানিয়ে নিতে কিছু সময় লাগে। তাই এইসময় থাকতে হয়ে একটু বেশি সচেতন। একটা ছোট ভুলেরকারণে অনেক বড় সমস্যার সম্মুখিন হতে হয়। অনেক নতুনসম্পর্কের মাঝে একটি সম্পর্ক থাকে অনেক বেশি কাছের, শ্রদ্ধার, এবং ভালবাসার।সাথে কিছুটা স্পর্শকাতরও হয়েথাকে সম্পর্কটা। আর সেই সম্পর্কটা হল বউ-শাশুড়ি সম্পর্ক।মায়ের মত এই সম্পর্কটা নিয়ে মেয়েদের মনে থাকে অনেকভয়, অনেক সংশয়। অথচ ভয়ের কিছু নেই।১। তর্ক করবেন নাশাশুড়ির সাথে কখনও তর্ক করতে যাবেননা। হয়তোবা তিনি ভুল বলছেন। কিন্তু তার সাথে তর্ক নাকরে সেটা তাকে বুঝিয়ে বলুন। এমনকি আপনার স্বামীর বিষয়নিয়েও তার সাথে তর্ক করতে যাবেন না।এতে আপনাদেরমাঝে দূরত্ব সৃষ্টি হবে।২। শাশুড়িকে সাহায্য করুন রান্নাঘর, ঘরের কাজে অথবা যেকাজে আপনার শাশুড়ির সাহায্যকারীর প্রয়োজন সেখানেতাকে সাহায্য করুন। সে যদি আপনাকে কাজের কথা না বলেওতাকে সাহায্য করুন। এতে তিনি আপনার ওপর খুশি হবেন। আরখুব সহজে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন।৩। উপহার দিন আপনাকে যদি কেউ উপহার দেয় আপনি কি খুশিহবেন না? হবেন নিশ্চয়। আপনার শাশুড়িও তার ব্যতিক্রমনয়। বিভিন্ন উৎসব অথবা উৎসব ছাড়া আপনার শাশুড়িকেউপাহার দিন।এতে তিনি বুঝবেন আপনি তার পছন্দ অপছন্দসম্পর্কে জানেন। এতে তিনি খুশি হবেন।৪। শাশুড়ির প্রশংসা করুনপ্রশংসা শুনতে প্রতিটি মানুষপছন্দ করে। আপনি আপনার শাশুড়ির প্রশংসা করুন। তাররান্নার, তার পছন্দের, এমনকি তার পোশাকও হতে পারেআপনার প্রশংসার বিষয়বস্তু।৫। শাশুড়ির পরামর্শ নিনআপনি কোন সমস্যায় পড়েছেন? কিকরবেন বুঝতে পারছেন না? আপনার শাশুড়ির পরামর্শনিন।উনি অভিজ্ঞ মানুষ, তিনি সমস্যা বুঝেপরামর্শ দিবেন। তারপরামর্শ আপনার উপকারে আসবে। আর এতে উনি অনেক খুশিওহবেন।৬। মার্জিত পোশাক পরুনআপনার শাশুড়ি যেমন পোশাকেআপনাকে দেখতে চায় তেমন পোশাক পরার চেষ্টা করুন। হয়তোআপনি সেটা পরতে অভ্যস্ত হবেন না। তবুও মাঝে মাঝে তারপছন্দের পোশাক পরার চেষ্টা করুন। এতে তিনি খুশি হবেএবং বুঝবেন উনার পছন্দের মূল্য আপনার কাছে আছে।৭। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাআপনার স্বামীযদি আপানার শাশুড়ির রান্না পছন্দ করে সেটা নিয়ে রাগকরবেন না। বরং আপনি আপনার শাশুড়ির প্রশংসা করুন। তারসাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাবেননা। এতে সম্পর্ক নষ্টহয়ে যায়।নতুন পরিবেশ নতুন মানুষদের সাথে হঠাৎ করেমিশতে সব মেয়েদের প্রথম প্রথম কষ্ট হয়। তাই একটু বুদ্ধি করে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। বিয়ের আগে শ্বশুরবাড়ির সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করুন। এতে বিয়ের পরকিছুটা হলেও সহজ হয়ে যায় সম্পর্কগুলো।

Post Top Ad

Your Ad Spot

Pages