Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 16, 2017

ফেসবুকে @[4:] কমেন্ট করলে Mark Zuckerberg এর নাম আসা/না আসার দ্বারা আইডির নিরাপত্তা যাচাইকরণের ভাঁওতাবাজি আর এর পেছনের আসল সত্য

আসসালামুয়ালাইকুম# আশা করি সবাই ভাল আছেন।পূর্ববতী পোস্ট নিয়ে কোনো সমস্যাহলে ফেসবুকে/কমেন্টে বলবেন।যাইহোক, কাজের কথায় আসা যাক★ প্রতিনিয়তই চোখে পড়ছে ফেসবুকেরবিভিন্ন রকমের ভাঁওতাবাজি আর ঐভাঁওতাবাজি গুলোকে বিশ্বাস করেতাদের নির্দেশ পালন করে যাচ্ছেফেসবুকের অজস্র ব্যবহারকারী। বিশেষকরে আমাদের দেশেই এগুলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। মুলত দেশেরভেতরেই এগুলা সৃষ্টি হচ্ছে। চোখেরসামনে এত ভুল দেখে সহ্যের সীমাপার হয়ে গেল তাই লিখতে বসলামএই টপিক নিয়ে। একে একে সবগুলা বলব।# আজকের বিষয়: ফেসবুকে @[4:] কমেন্টকরলে Mark Zuckerberg এর নাম আসা/নাআসার দ্বারা আইডির নিরাপত্তাযাচাইকরণের ভাঁওতাবাজি আর এরপেছনের সত্য।# ভাঁওতাবাজি গুলাকে যদি Rankingকরা হয় তাহলে ★১ নং এ আসবে এইভাঁওতাবাজিটা, এবং আমি সিউরহয়ে বলতে পারি আপনাদের অনেকেওএর স্বীকার হয়েছেন# এরকম একটি পোস্টের নমুনা দিলা Priyo24 বাকরুদ্ধ আমি। এগুলা দেখলে মাথারমেজাজ ১০০ডিগ্রি সেলসিয়াস এ চলেযায়# ওরা বলতে চায়, আপনি @[4:] কমেন্টকরলে যদি Zuckerberg এর নাম আসেতাহলে আপনার আইডি সেইফ, অন্যথায়আপনার আইডি সেইফ না পাগল সবআসল কথা হইল- এখানে যে কেউ @[4:] লিখলে Mark Zuckerberg আসবে।# প্রশ্ন ১- অনেকের আসে না কেন?উত্তরঃ তারা @[4:] কোডটি ঠিকভাবে লিখেনি। স্পেস দিসে বা +রিমোভ করে নি।# প্রশ্ন ২- আসা / না আসার সাথেআইডির সম্পর্ক কি?উত্তরঃ নোয়াখালী বিভাগ চাইএটা আমার উত্তর না, যারাভাঁওতাবাজিটা শুরু করসে তাদেরকারণ তারা নিজেও জানেনাজিনিসটা কেন হয়# প্রশ্ন ৩– এর পেছনের সত্য কি?উত্তর- মূল প্রশ্ন এটাই তাই পয়েন্টআকারে দিলামঃ১) ফেসবুকের প্রতিটি ব্যাবহারকারীরজন্য একটা করে id number থাকে।আপনারও আছে আমারও আছে। তেমনিZuckerberg এরও আছে। আর তার আইডিনাম্বার টা হল : 4২) ফেসবুকের পুরোনো ব্যবহারকারীহলে জেনে থাকবেন আগে শুধু মাত্রপিসি থেকে মেনশন করা যেত।মোবাইলে মেনশন এর অপশান তখনোদেয়া হয়নি। তাই Zuckerberg একটাসিস্টেম চালু করে। সেটি হল-@[যাকে মেনশন করতে চান তার আইডিনং :] লিখে যে কেউকে মেনশন করারসিস্টেম। এটি এখনো কাজ করে। ট্রাইকরে দেখতে পারেন।৩) মেনশন করলে নীল কালিতে MarkZuckerberg আসার কথা। কালো আসেকেন?– সিম্পল। Mark আপনার ফ্রেন্ড লিস্টেনাই!# তাহলে এখন বুঝে গেলেন এইটারসাথে আপনার আইডির নিরাপত্তারকোনো কানেকশান নেই# প্রশ্ন ৪- আপনার আইডি নং কোথায়পাবেন?উত্তরঃ যেকোনো ব্রাউজার এ আপনারprofile এ ঢুকে profile picture এ যান।তারপর লিংকটি দেখুন। একটি জায়গায়দেখতে পাবেন id=************* দেয়াআছে।★আমারটা দেখুন- Priyo24

ঠিক তেমনি আপনার profile picture এরলিংক এ id= এর পাশে যে নাম্বারটিথাকবে সেটিই (************) আপনারআইডি নং। যেকোনো জায়গায় @[আপনার আইডি নং :] কমেন্ট করে দেখুন,আপনার নাম মেনশন হবে।একই ভাবে বন্ধুদের profile pic থেকেতাদের আইডি নং ও পেয়ে যাবেন।তাছাড়া নিচের ওয়েবসাইটে profilelink অথবা username দিলে সহজেইপেয়ে যাবেন।

Post Top Ad

Your Ad Spot

Pages